দৈনিক শিক্ষাডটকম, পাবিপ্রবি : পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) সহকারী অধ্যাপক ফিরোজ আলী ঈদের ছুটিতে রাজশাহী থেকে পরিবার নিয়ে গ্রামের বাড়ি নওগাঁয় ফিরছিলেন। পথে মান্দা উপজেলার বিজয়পুর এলাকায় সড়ক দুর্ঘটনার শিকার হন তারা। এতে ওই শিক্ষকের স্ত্রী রেশমা খাতুন ও তাদের আট মাস বয়সী ছেলে ফারাবি হোসেন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাতে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রেশমা খাতুনের মৃত্যু হয়। এর আগে দুপুর ১২টার দিকে দুর্ঘটনাস্থলেই মারা যায় ফারাবি।
জানা গেছে, ফিরোজ আলী পাবিপ্রবির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের সহকারী অধ্যাপক। তার বাড়ি নওগাঁর পত্নীতলা উপজেলার চকগোছাই গ্রামে। ঈদের ছুটি কাটাতে দুই শিশু সন্তানকে নিয়ে তারা গ্রামের বাড়ি যাচ্ছিলেন।
রাজশাহী থেকে নওগাঁ যাওয়ার জন্য ফিরোজ সিএনজিচালিত অটোরিকশা ভাড়া করেন। পথে মান্দার বিজয়পুর এলাকায় পৌঁছালে একটি পিকআপভ্যান তাদের অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় শিশু ফারাবি। পরে আহতাবস্থায় ফিরোজ আলী, তার স্ত্রী রেশমা খাতুন ও তাদের আট বছর বয়সী মেয়ে ফারিয়াকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রেশমা মারা যান।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, নওগাঁ-রাজশাহী মহাসড়কের বিজয়পুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে দুজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। শিক্ষক ফিরোজ আলী ও তার মেয়ে বর্তমানে কিৎসাধীন।