রাজধানীর সদরঘাটে ময়ূর-৭ লঞ্চে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। দুপুর ১২টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট।
বৃহস্পতিবার (৩০ জুন) সকাল ১১টার দিকে এ আগুন লাগে। আগুন লাগা লঞ্চটি লালকুঠি ঘাটের ২২ নম্বর পন্টুনে দাঁড়ানো ছিল।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ার হোসেন জানিয়েছেন, লঞ্চটি দাঁড়ানো অবস্থায় ছিল। এতে কোনও যাত্রী ছিল না। লঞ্চের দ্বিতীয় তলায় আগুন লাগার ঘটনা ঘটেছে।
নৌ পুলিশের সদরঘাট থানার ডিউটি অফিসার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ধনঞ্জয় গণমাধ্যমকে জানান, লঞ্চটি চাঁদপুর ঘাটে ভিড়ানো ছিল। আগুন লাগার সময় লঞ্চে কোনও যাত্রী ছিল না।