সন্ধ্যা নদীর ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানিয়েছে পিরোজপুরের কাউখালী উপজেলার নদী তীরবর্তী এলাকার জনগণ। এ দাবিতে আমরাজুড়ী ফেরিঘাটে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন তারা।
সোমবার দুপুরে উপজেলার পূর্ব আমরাজুড়ী ও মাগুড়া গ্রামের বাসিন্দারা ভাঙন কবলিত স্থানে এ মানববন্ধন করে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানান।
মানবন্ধনে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহ-জামাল তালুকদার, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি কাউছার জামিল দীপ, সমাজ সেবক আব্দুল লতিফ খসরু, ইউপি সদস্য আকলিমা গাজী, সাবেক ইউপি সদস্য আমিনুল ইসলাম, ব্যবসায়ী আল আমিন তালুকদারসহ অনেকে।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রায় ৫ বছর ধরে আমরাজুড়ী ফেরিঘাট এলাকায় নদীভাঙন চলছে। ইতোমধ্যে ভাঙনে বিলীন হয়েছে রাস্তাঘাট, দোকানপাট, বাড়ি ঘর ও ফসলি জমি। ভাঙন রোধে স্থায়ী তীর সংরক্ষণ বাঁধ নির্মাণে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।
বক্তারা আরো বলেন, আগামী এক মাসের মধ্যে ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করা হলে কঠোর কর্মসূচির ঘোষণা করা হবে।