দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক: সব মাদরাসার সমন্বয়ে চতুর্থ শিল্পবিপ্লব উপযোগী উদ্ভাবনী শোকেসিং ইভেন্ট আয়োজন করেতে যাচ্ছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর। এই ইভেন্ট আয়োজনের তথ্য সব মাদরাসা থেকে ২ মে‘র মধ্যে অধিদপ্তরে পাঠাতে বলা হয়েছে।
মঙ্গলবার মাদরাসা শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক মো. জাকির হোসাইন স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
এ সংক্রান্ত চিঠিটি দেশের সব মাদরাসা প্রধানের কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়, চতুর্থ শিল্পবিপ্লবের প্রযুক্তিগুলো হলো- কৃত্রিম বুদ্ধমত্তা, ড্রোন, রোবোটিক্স, ইন্টারনেট অফ থিংস, ব্লকচেইন, ভার্চুয়াল ও অগমেন্টেড রিয়েলিটি, ক্লাউড কম্পিউটিং, বিগডাটা অ্যানালাইসিস ইত্যাদি।
আগামী ২ মে’র মধ্যে [email protected] - এই ইমেইলে তথ্য পাঠাতে বলা হয়।