দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক: দেশের সব মাদরাসা ক্যাম্পাস সবুজায়নের লক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেয়া হয়েছে। একই সঙ্গে এই কর্মসূচি বাস্তবায়ন করে মাদরাসা শিক্ষা অধিদপ্তরে জানানোর জন্য বলা হয়েছে।
সোমবার (২৯ এপ্রিল) মাদরাসা শিক্ষা অধিদপ্তর উপ-পরিচালক মো. জাকির হোসাইন স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ তথ্য জানা গেছে।
জানা যায়, সারা দেশে জলবায়ু পরিবর্তনের ফলে তীব্র তাপ প্রবাহ চলমান রয়েছে। তীব্র তাপ্রবাহের প্রভাবে স্বাস্থ্যঝুঁকি বাড়ার পাশাপাশি জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
তীব্র তাপপ্রবাহের সংকট মোকাবিলায় অন্যতম নিয়ামক বৃক্ষরোপণ।
তীব্র তাপপ্রবাহ প্রশমন ও মাদরাসা ক্যাম্পাস সবুজায়নের লক্ষে মাদরাসা সংশ্লিষ্ট গর্ভণিং বডি বা ম্যানেজিং কমিটি, অভিভাবক, শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের নিয়ে দেশের সব মাদরাসাগুলোতে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করে তা বাস্তবায়ন করে মাদরাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে অবহিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
উল্লেখ্য, যে শ্রেণিকক্ষে সব শিক্ষার্থীদের বৃক্ষরোপণে উৎসাহিত করার জন্য শিক্ষকদের অনুরোধ করা হলো।