ঢাকাসহ সারা দেশের মাধ্যমিক পর্যায়ের স্কুল খোলার দিনেই (২৬ জুন) মাদকের আগ্রাসন রোধে কর্মসূচি পালনের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
গতকাল বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এক চিঠির মাধ্যমে এ তথ্য জানা গেছে।
চিঠিতে বলা হয়, ২৬ জুনের কর্মসূচির সঙ্গে সমন্বয়ের মাধ্যমে মাদকের বিরুদ্ধে এক মিনিট দাঁড়িয়ে ‘মাদককে না বলুন’ কর্মসূচি পালন করতে হবে।
মাদকবিরোধী গণসচেতনতা সৃষ্টির লক্ষে ঢাকাসহ সারা দেশের মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে স্ব স্ব অবস্থানে এই কর্মসূচিতে অংশগ্রহণের জন্য সংশ্লিষ্ট সবাইকে বলা হলো।
চিঠিতে আরো বলা হয়, গত ২৫ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাপতিত্বে মাদকের ভয়াবহ আগ্রাসনরোধে গঠিত এনফোর্সমেন্ট কমিটির ২৩তম সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্য সিদ্ধান্তের মধ্যে এই কর্মসূচির সিদ্ধান্ত নেয়া হয়।
এই চিঠির নির্দেশনা যথাযথ বাস্তবায়ন হচ্ছে কি না, তা নিশ্চিতকরণের অনুরোধসহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ বা প্রধান শিক্ষক, জেলা শিক্ষা অফিসার, উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা অফিসার, শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিংবডি ও ম্যানেজিং কমিটির সভাপতিকে পাঠানো হয়েছে।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।