দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক: প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে দৈনন্দিন রুটিন কাজের পাশাপাশি শিক্ষার্থীদের জন্য মাদকবিরোধী কার্যক্রমের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। গত সোমবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এক চিঠিতে এ তথ্য জানা গেছে।
জানা যায়, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ সম্প্রতি মাদকের আগ্রাসন রোধে গঠিত ট্র্যাটিজিক কমিটির তৃতীয় সভায় এ সিদ্ধান্ত নেয়। এই কার্যক্রম বাস্তবায়ন করতে বলা হয় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকে। এই নির্দেশ বাস্তবায়ন করে অগ্রগতি জানানোর জন্যও বলা হয়েছে।
এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়ার সভাপতিত্বে মাদকের আগ্রাসনরোধে গঠিত ট্র্যাটিজিক কমিটির ৩য় সভা অনুষ্ঠিত হয়।
পরে ওই সভার সিদ্ধান্তের চিঠি সংযুক্ত করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দিয়ে সব অঞ্চলের মাধ্যমিক ও উচ্চশিক্ষা পরিচালক, মাধ্যমিক ও উচ্চশিক্ষার বিদ্যালয় ও পরিদর্শন শাখার উপ-পরিচালকে পাঠায় মাউশি অধিদপ্তর।
এ ছাড়া মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিবকে, মাউশি অধিদপ্তরের কলেজ ও প্রশাসন, মাধ্যমিক, পরিকল্পনা ও উন্নয়ন, প্রশিক্ষণ, অর্থ ও ক্রয়, মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশানের পরিচালককে, এইচএসটিটিআই পরিচালককে, সরকারি-বেসরকারি কলেজ, টিটিসির অধ্যক্ষকে, সব জেলা শিক্ষা অফিসারকে, সব উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা অফিসারকে, সব সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে, মাউশি অধিদপ্তরের মহাপরিচালকের ব্যক্তিগত সহকারীকে এই চিঠি পাঠানো হয়েছে।
এ ছাড়া মাউশি অধিদপ্তরের সিনিয়র সিস্টেম অ্যানালিস্টকে ওয়েবসাইটে চিঠিটি প্রকাশের জন্যও পাঠানো হয়।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষা ডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষা ডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।