জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সাধারণ সম্পাদক ও ফেনী-১ আসনের সংসদ সদস্য শিরীন আখতার বলেছেন, সব শিক্ষা প্রতিষ্ঠান সরকারিকরণ করা হোক। কারণ শিক্ষাকে আমরা জাতীয়করণ করতে চাই। শিক্ষার দায়িত্ব রাষ্ট্রের। রাষ্ট্রকে এ দায়িত্ব নিতে হবে। শিক্ষার দায়িত্ব যদি আমরা না নিতে পারি, স্বাস্থ্যের দায়িত্ব যদি না নিতে পারি, তাহলে দেশ সামনের দিকে এগুতে পারবে না।
গতকাল সোমবার জাতীয় প্রেস ক্লাবে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান সরকারিকরণের দাবিতে অবস্থানরত শিক্ষকদের উদ্দেশে রাখা বক্তব্যে এ কথা বলেন তিনি। এদিন আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে দেখা করতে এসে দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেন এই জাসদ নেত্রী।
তিনি বলেন, আপনারা শিক্ষক হয়েও আজকে প্রেসক্লাবের মাটিতে বসে আছেন। আমরা বাংলাদেশ স্বাধীন করেছি আমাদের শিক্ষকদের মর্যাদা দেয়ার জন্য। আমাদের শিক্ষকরা মর্যাদাহীনভাবে রাস্তায় বসে থেকে তাদের দাবি আদায় করবে, এটা আমরা কখনই প্রত্যাশা করি না।
তিনি আরো বলেন, ৩০ লাখ শহীদের রক্ত, লাখ লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা যে স্বাধীনতা অর্জন করেছিলাম, সেই স্বাধীন দেশে সবাই মর্যাদা নিয়ে বাঁচবে, সেটিই আমাদের প্রথম ঘোষণা। সেই ঘোষণা অনুযায়ী বাংলাদেশের সংবিধানের চারটি মূলনীতিমালার কথা বলা হয়েছে; গণতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা এবং সমাজতন্ত্র। সমাজতন্ত্রের মধ্য দিয়ে আমরা বলেছি সামনের পথে আমরা এগুবো, আমাদের মধ্যে কোনো বৈষম্য থাকবে না। তাই আমি আপনাদের দাবির প্রতি সমর্থন প্রকাশ করছি, একাত্মতা ঘোষণা করছি। আমি মনে করি এসব প্রতিষ্ঠানগুলো একসঙ্গে সরকারিকরণ করা হোক কারণ শিক্ষাকে আমরা জাতীয়করণ করতে চাই।
সব এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় প্রেসক্লাবের সামনে সকাল-সন্ধ্যা অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। তারা এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের আয় সরকারি কোষাগারে জমা নিয়ে প্রতিষ্ঠানগুলো সরকারিকরণ ঘোষণার দাবি জানিয়েছেন। গতকাল সোমবার ছিলো কর্মসূচির একাদশ দিন। এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী জাতীয়করণ প্রত্যাশী মহাজোট নামের একটি মোর্চার ব্যানারে এ কর্মসূচি পালন করা হচ্ছে।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।