দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক: তীব্র দাবদাহে বন্ধ থাকার কারণে দেশের সব সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে খুদে ডাক্তারের মাধ্যমে শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা ও জাতীয় কৃমি সপ্তাহের সময়সূচি পরিবর্তন করেছে শিক্ষা মন্ত্রণালয়।
নতুন সিদ্ধান্ত অনুয়ায়ী ১৫- ২১ মে খুদে ডাক্তারের মাধ্যমে শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম ও কৃমি সপ্তাহ চলবে ২৩-২৯ মে পর্যন্ত।
গতকাল সোমবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এক চিঠির মাধ্যমে এ তথ্য জানা গেছে।
চিঠিতে জানা যায়, আগামী ১৫ থেকে ২১ মে এর মধ্যে মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ের সরকারি ও বেসরকারি সব শিক্ষাপ্রতিষ্ঠানে খুদে ডাক্তার দিয়ে ‘শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা’ এবং ২৩ থেকে ২৯ মে এর মধ্যে সারা দেশে ২৯তম ‘জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ’ কার্যক্রম পালনের জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন দেশের সব উপজেলা-থানা মাধ্যমিক শিক্ষা অফিসার, সহকারী উপজেলা-থানা মাধ্যমিক শিক্ষা অফিসার এবং প্রধান শিক্ষকদেরকে বিষয়টি বাস্তবায়ন করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে।
এর আগে, গত ২১ থেকে ২৭ এপ্রিল দেশের সব সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে খুদে ডাক্তারের মাধ্যমে শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা হওয়ার কথা ছিলো।
কিন্তু প্রবাহমান তাপ প্রবাহের কারণে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে পূর্বনির্ধারিত সময়ানুযায়ী খুদে ডাক্তার শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা ও ২৯তম জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ পালন সাময়িকভাবে স্থগিত করা হয়েছিলো।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।