আগামী ১৮ অক্টোবর শেখ রাসেল দিবস। দেশের সব সরকারি-বেসরকারি স্কুল-কলেজে শেখ রাসেল দিবস উদযাপনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। দিবসটি উদযাপনে শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হবে। আর সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কবিতা, সৃষ্টিশীল লেখা ও ছবি এঁকে প্রতিষ্ঠানের শেখ রাসেল দেয়ালিকায় উপস্থাপন করবে। এছাড়া দিবসটি উপলক্ষে সব শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা রোপন করতে হবে। আর শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করতে হবে শিক্ষক-শিক্ষার্থীদের। দিবসটি উদযাপনে এসব কর্মসূচি গ্রহণ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। ইতোমধ্যে অধিদপ্তর থেকে বিষয়টি জানিয়ে আদেশ জারি করা হয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠানের কর্মসূচিগুলো মধ্যে আছে, শেখ রাসেল দিবসে শিক্ষা অফিস ও শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হবে। শেখ রাসেলের প্রতিকৃতির সর্বনিম্ন আকার হবে দৈর্ঘ্য ৪ ফিট ও প্রস্থ ৩ ফিট। তবে সমানুপাতিক হারে বড় আকারের প্রতিকৃতি স্থাপন করা যাবে।
শিক্ষার সব দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান শেখ রাসেল দিবস উদযাপন নীতিমালা অনুযায়ী আলোচনা সভা আয়োজন করবে। জাতীয় কর্মসূচির সঙ্গে সংগতি রেখে সব শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) শিক্ষার্থীদের উপস্থিতিতে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করবে।
দিবসটি উপলক্ষে প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠা শেখ রাসেল দেয়ালিকায় শিক্ষার্থীরা গল্প, কবিতা, সৃষ্টিশীল লেখা ও ছবি এঁকে উপস্থাপন করবেন। দেয়ালিকার প্রতিপাদ্য হবে ‘শেখ রাসেল দিবস-২০২৩’। শিক্ষা প্রতিষ্ঠানগুলো শেখ রাসেল দেয়ালিকার ছবি তুলে ই-মেইলে ([email protected]) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে পাঠাবে।
শহীদ শেখ রাসেল স্মরণে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এ দিন গাছের চারা রোপণ করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে এ দিবসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ যেকোনো কর্মসূচি স্ব স্ব ব্যবস্থাপনায় আনন্দমুখর পরিবেশে আয়োজন করবে। আনন্দ র্যালি, সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা বা রচনা প্রতিযোগিতা বা কুইজ প্রতিযোগিতার আয়োজন করা যাবে।
গত ৯ অক্টোবর এসব কর্মসূচি ঘোষণা করে আদেশ জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। অধিদপ্তরের সহকারী পরিচালক রূপক রায় স্বাক্ষরিত ওই আদেশে সব শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষা অফিসকে শেখ রাসেল দিবস উপলক্ষে এসব কর্মসূচি পালনের নির্দেশ দেয়া হয়েছে।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব (লিংক যাবে) করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।