জুলাই-আগস্ট শহিদদের স্মরণে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার আয়োজন করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে উদ্বোধনী অনুষ্ঠানের অতিথিদের নামের তালিকা প্রকাশিত হবার পর সমালোচনার মুখে সভাপতিকে পরিবর্তন করা হয়েছে।
বোববার (২৪ নভেম্বর) কেন্দ্রীয় খেলার মাঠে প্রতিযোগিতার উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। পূর্বে অনুষ্ঠানের সভাপতি হিসেবে রাখা হয়েছিল বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার এবং বর্তমানে শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীরকে। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট বিভিন্ন গ্রুপে শুরু হয় সমালোচনা।
এরই প্রেক্ষিতে হুমায়ুন কবীরকে পরিবর্তন করে ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক এবং ফুটবল প্রতিযোগিতা আয়োজক উপ-কমিটির আহ্বায়ক ড. মো. আশরাফুল আলমকে সভাপতির দায়িত্ব দেয়া হয়েছে। শারীরিক শিক্ষা দপ্তরের উপ-পরিচালক এবং উপ-কমিটির সদস্য সচিব ওমর ফারুক সরকার বিষয়টি নিশ্চিত করেন।
ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট ক্ষমতার পালাবদলের পর অনিয়ম-দুর্নীতির অভিযোগে সাবেক রেজিস্ট্রার হুমায়ুন কবীরসহ উপাচার্যপন্থী বিভিন্ন প্রশাসনিক দায়িত্বশীলদের পদত্যাগের দাবিতে টানা আন্দোলন করেন শিক্ষার্থীরা। এরই প্রেক্ষিতে গত ৫ সেপ্টেম্বর হুমায়ুন কবীরকে রেজিস্ট্রার দপ্তর থেকে শারীরিক শিক্ষা দপ্তরের পরিচালক পদে বদলি করা হয়।
রোববারু ফুটবল প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মিজানুর রহমান। বিশ্ববিদ্যালয়ের ২৪টি বিভাগ ৮ টি গ্রুপে বিভক্ত হয়ে প্রতিযোগিতায় অংশ নেবে।