সরকারি কর্মচারীদের বেতন গ্রেডভিত্তিক পরিচিতির সঙ্গে পুরাতন শ্রেণিভিত্তিক পরিচিতির সম্পর্ক স্পষ্ট করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বিষয়টি স্পষ্ট করে চিঠি মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্যসচিবসহ সব সিনিয়র সচিব ও সচিবের দপ্তারে পাঠানো হয়েছে।
উপসচিব খালেদ মোহাম্মদ জাকি স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, সরকারি চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০১৫ এর অনুচ্ছেদ ৮ অনুযায়ী বর্তমানে বলবৎ এ সংক্রান্ত অন্য কোনো বিধি-বিধানে যা থাকুক না কেন, কর্মচারীরা ১ম, ২য়, ৩য় ও ৪র্থ শ্রেণিতে বিভাজনের বিদ্যমান ব্যবস্থার পরিবর্তে বেতন স্কেলের গ্রেডভিত্তিক পরিচিত হবেন। এ নির্দেশনা অনুযায়ী জাতীয় বেতন স্কেল ২০১৫-এ ১ম, ২য়, ৩য় ও ৪র্থ শ্রেণির পরিবর্তে ২০টি গ্রেডের উল্লেখ করা হয়েছে। এই পরিবর্তনের ফলে সংশ্লিষ্ট আইন ও বিধি-বিধানেও প্রয়োজনীয় সংশোধনী আনয়নের লক্ষ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০১৬ খ্রিষ্টাব্দের ২২ মে তারিখের একটি স্মারকের মাধ্যমে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য সব মন্ত্রণালয় ও বিভাগকে নির্দেশনা দেয়া হয়েছে।
চিঠিতে আরো বলা হয়েছে, তবে পূর্ববর্তী বিধি-বিধানের ভিত্তিতে উল্লেখিত ২০টি গ্রেডের মধ্যে পুরাতন ১ম শ্রেণি হলো গ্রেড-১ থেকে গ্রেড-৯, ২য় শ্রেণি হলো গ্রেড-১০ থেকে গ্রেড-১৩ (যে সমস্ত পদ ২য় শ্রেণির গেজেটেড পদমর্যাদা সম্পন্ন)। পুরাতন ৩য় শ্রেণি হলো গ্রেড-১৩ (যে সমস্ত পদ গেজেটেড পদমর্যাদা সম্পন্ন নয়) থেকে গ্রেড-১৬ এবং ৪র্থ শ্রেণি হলো গ্রেড-১৭ থেকে গ্রেড-২০ পর্যন্ত।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।