ইতিহাসবিদ অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন বলেছেন, সরকারি চাকরিতে কোটা অযৌক্তিক, অন্যায্য এবং সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। বিশেষ সুবিধা বঞ্চিত ও শারীরিক প্রতিবন্ধীদের জন্য কোটা থাকতে পারে। তবে সেটা দশ ভাগের বেশি নয়। কোটার কারণে মেধাবীরা বঞ্চিত হচ্ছে। তাহলে শিক্ষার্থীরা কেন কোটা মেনে নেবে?
সরকারি চাকরির ৯ম থেকে ১৩তম গ্রেডে (প্রথম ও দ্বিতীয় শ্রেণি) মুক্তিযোদ্ধা কোটা বাতিল দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক আনোয়ার হোসেন বলেন, কোটা বিরোধী আন্দোলন এবং শিক্ষকদের আন্দোলন মূলত একই কথা। সরকার কোনো সময় অংশীজনের সঙ্গে আলোচনা করে না। এখনো সরকার একই কাজ করছে। অংশীজনদের সঙ্গে আলোচনা করছে না। গত এক সপ্তাহ ধরে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো অচল অবস্থায় রয়েছে।
দুই মন্ত্রীর সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আলোচনা হওয়ার কথা ছিল, সেটাও হয়নি। আন্দোলনের কারণে কঠিন সমস্যার মধ্যে পড়েছে সাধারণ মানুষ। রাস্তাঘাট বন্ধের কারণে ঘণ্টার পর ঘণ্টা পথে আটকে থাকতে হচ্ছে। আমি মনে করি এই সরকার অংশীজনকে কোনো গুরুত্ব দেয় না। সরকারের উচিৎ অংশীজনের সঙ্গে অবিলম্বে আলোচনার মাধ্যমে নীতি নির্ধারণ করে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা যাতে এই অচলাবস্থার সমাধান হয়।