সরকারি বই বিক্রির মামলায় লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার হাজিপাড়া আল আরাফা দারুল উলুম দাখিল মাদরাসার সুপার নুরুল আমিন ও সহকারী শিক্ষক মো. সোলাইমানকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বুধবার আসামিরা লক্ষ্মীপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থিত হয়ে জামিন চাইলে বিচারক আবু ইউছুফ নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলা থেকে জানা যায়, সুপার নুরুল আমিন প্রতি বছর চাহিদার চেয়ে বেশি পরিমাণ বই সংগ্রহ করেন। পরে অতিরিক্ত বই বিক্রি করে দেন। ২৯ অক্টোবর দুপুরে সরকারি বই কেনাবেচার সময় দু'জনকে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা।
এ সময় একটি পিকআপভ্যানসহ ২০২১-২২ শিক্ষাবর্ষের ১ হাজার ৯৯৯টি বই উদ্ধার করা হয়।
এ ঘটনায় আবুল কাশেম নামে এক অভিভাবক বাদী হয়ে সুপার নুরুল আমিন, সহকারী শিক্ষক মো. সোলাইমান, মো. জাহের, বইয়ের ক্রেতা মোশারেফ হোসেন ও পিকআপচালক বিশাল চৌধুরীকে আসামি করে থানায় মামলা করেন।
মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ আটক মোশারেফ ও বিশালকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। পরে তদন্ত করে জাহের ছাড়া অপর চারজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আবুল কালাম আজাদ জানান, আসামি নুরুল আমিন ও সোলাইমান উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের জামিনে ছিলেন। তাঁরা আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করেন। বিচারক তাঁদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।