সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, দেশের শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তুলতে সরকারের সকল প্রয়াস অব্যাহত আছে। শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বর্তমান সরকার কাজ করছে বলেই আজ আমরা সফল। সরকারের সফল শিক্ষানীতি জাতির জন্য এক মাইলফলক। আমাদের প্রতি সরকারের প্রধানমন্ত্রীর সাফ নির্দেশনা আগে শিক্ষা গুরুত্ব দিতে হবে। আজ অজপাড়াগাঁয়ে বিদ্যালয় সমূহতে বহুতল ভবন হচ্ছে। কম্পিউটার ল্যাব হচ্ছে। আধুনিক পাঠদান ব্যবস্থা গড়ে উঠছে, শিক্ষার্থীদের বিভিন্ন ভিত্তি প্রদানসহ নানা সুযোগ সুবিধা প্রদান এসবই আমাদের শিক্ষা বান্ধব প্রধানমন্ত্রীর উপহার। দেশের শিক্ষা বিপ্লবের মহানায়ক শেখ হাসিনা। তার হাতেই দেশ নিরাপদ। একজন সফল অধিনায়কের ভালো নেতৃত্বে উন্নয়ন অগ্রযাত্রায় পৃথিবীতে দূরন্ত গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।
তিনি গতকাল বৃহস্পতিবার সিলেটের গোয়াইনঘাটের ফতেহপুর ইউনিয়নের একাধিক উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধনকালে এ কথা বলেন।
শিক্ষার বিস্তার ও প্রসারে সরকারের পাশাপাশি এলাকার বিত্তশালীদেরও এগিয়ে আসার আহ্বান জানান তিনি। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ, গোয়াইনঘাট উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম, উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ ফজলুল হক প্রমুখ।