সর্বগ্রাসী ক্ষুধায় থাকা সরকারি কর্মকর্তাদের নৈতিক অবক্ষয় শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনা বিভাগের সিনিয়র সচিব সত্যজিত কর্মকার। এ থেকে বের হয়ে সবাইকে নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে বলেও উল্লেখ করেন তিনি।
বৃহস্পতিবার (২৭ জুন) শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ২০২৪-২৫ স্বাক্ষর ও শুদ্ধাচার পুরস্কারের অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বক্তব্য দেন সত্যজিত কর্মকার।
এ সময় অনুষ্ঠানে সরকারি কর্মকর্তাদের অনুপস্থিতির কারণে ক্ষোভও প্রকাশ করেন সিনিয়র এ সচিব। তিনি বলেন, ‘শুদ্ধাচার অনুষ্ঠানে কর্মকর্তাদের অনুপস্থিতিই বলে দেয়, কতটা সমন্বয় আর উদাসীনতা রয়েছে এই শুদ্ধাচার বিষয়ে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা প্রতিমন্ত্রী শহীদুজ্জামান সরকার বলেন, মানুষকে সম্মান করতে হলে সেখানে শুদ্ধাচার প্রয়োজন হবে। ব্যক্তি, অফিস, সমাজ, দেশ, যুদ্ধ বন্ধে, শান্তি স্থাপনে সব জায়গাতেই শুদ্ধাচারের বিকল্প নেই। কৃষক থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে শুদ্ধাচার অনুশীলনের তাগাদা দেন প্রতিমন্ত্রী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) মহাপরিচালক, পরিকল্পনা কমিশনের সদস্য এবং প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা।