জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যায় দায়ের করা মামলাটি জামালপুর গোয়েন্দা (ডিবি) পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার (২০ জুন) বিকেল ৩টার দিকে জামালপুর গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি আরমান আলী কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি আরমান আলী জানান, সোমবার (১৯ জুন) মামলাটি অধিকতর তদন্তের জন্য আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে৷ এরই মধ্যে মামলাটির অনেক অগ্রগতি হয়েছে। গ্রেপ্তার আসামিদের জিজ্ঞাসাবাদ চলমান রয়েছে। আশা করি, বাকি আসামিদের দ্রুত সময়ের মধ্যে আমরা গ্রেপ্তার করতে পারব।
এ বিষয়ে পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ বলেন, কাজের সুবিধার্থে এবং গতিশীল করতে মামলা ডিবিতে স্থানান্তর করা হয়েছে।
উল্লেখ্য, বুধবার (১৪ জুন) রাত সাড়ে ১০টার দিকে বকশীগঞ্জ পৌরসভার কলেজ মোড় এলাকায় সন্ত্রাসী হামলার শিকার হন গোলাম রব্বানী নাদিম। সাধুরপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর নেতৃত্বে ১০-১২ জন নাদিমের ওপর হামলা করে। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।