সাংবাদিক মনিরুজ্জামানে উজ্জলের বইয়ের মোড়ক উন্মোচন - দৈনিকশিক্ষা

সাংবাদিক মনিরুজ্জামানে উজ্জলের বইয়ের মোড়ক উন্মোচন

দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক |

অমর একুশে বইমেলায় জ্যেষ্ঠ সাংবাদিক মনিরুজ্জামান উজ্জ্বলের ‘যাপিত জীবনের গল্প’ জীবনী গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। এ গ্রন্থের মোড়ক উন্মোচন করেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। বইটিতে লেখক সাংবাদিকতা পেশার সুখ-দুঃখ, হাসি-কান্না, প্রিয়-অপ্রিয় এবং বিব্রতকর পরিস্থিতির পাশাপাশি গ্রাম ও শহুরে জীবনের নানান বাস্তব ঘটনা পাঠকদের সামনে তুলে ধরেছেন।

রোববার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে ঝুমঝুমি প্রকাশনের সামনে এ গ্রন্থের মোড়ক উন্মোচন হয়।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমি মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যাসেবা পৌঁছে দিতে চাই। আমি যদি টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে পারি তাহলে ঢাকার হাসপাতালগুলোতে এত ভিড় হবে না।

তিনি বলেন, ঢাকার বাইরে বার্ন ইউনিট নেই। গরিব মানুষকে কষ্ট করে ঢাকায় আসতে হয়। আমি সমস্যাগুলো চিহ্নিত করতে কাজ করছি। এরপর প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে দ্রুত সমস্যাগুলো সমাধানে কাজ করবো। শতভাগ না পারলেও যদি ৫০ ভাগ করতে পারি তাহলে নিজেকে সফল মনে করব।

সামন্ত লাল সেন বলেন, সাংবাদিকদের অনেক কষ্ট সহ্য করে কাজ করতে হয়। কিন্তু সত্য সংবাদ প্রকাশ করলে তার যে কত উপকার হয় আমি নিজেই তার প্রমাণ।

তিনি আরও বলেন, মনিরুজ্জামান উজ্জ্বল আমার সঙ্গে অনেক কাজ করেছেন। তিনি আমার জীবনের উত্থান-পতন অনেক কিছুর সাক্ষী। কেমন করে শূন্য থেকে বার্ন ইনস্টিটিটিউট স্থাপন করলাম, কীভাবে এতদূর এলাম- সবকিছুর সাক্ষী তিনি। আমি তার কাছে কৃতজ্ঞ।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, এই পথচলায় অনেক সাংবাদিক আমাকে সর্বদা সহযোগিতা করেছেন। ৫ থেকে ৫০০ শয্যার হাসপাতাল স্থাপনে সাংবাদিকরা অনেক অবদান রেখেছেন। তারা স্বাস্থ্যখাতের সমস্যাগুলো সবার কাছে তুলে ধরেছেন, তার জন্য আজকের এই হাসপাতালকে বিশ্বের সর্ব বৃহৎ বার্ন ইনস্টিটিউট হিসেবে পরিণত করতে পেরেছি। এজন্য আমি প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞ, যার অনুপ্রেরণায় আমরা সফল হয়েছি।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ, ক্র্যাবের সভাপতি কামরুজ্জামান খান, ঝুমঝুমি প্রকাশনীর প্রকাশক শায়লা রহমান তিথি, নির্বাহী পরিচালক পাশা মোস্তফা কামালসহ বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।

অধুনালুপ্ত দৈনিক বাংলার বাণীর মাধ্যমে মনিরুজ্জামান উজ্জ্বলের সাংবাদিকতার পথচলা শুরু। পরে দৈনিক যুগান্তর ও দৈনিক সমকালে অপরাধ ও স্বাস্থ্যবিষয়ক রিপোর্টিংয়ে বেশ দক্ষতার সঙ্গে কাজ করে সুনাম কুড়িয়েছেন। তিনি ইংরেজি জাতীয় দৈনিক ঢাকা ট্রিবিউনে দীর্ঘদিন সাফল্যের সঙ্গে কাজ করেন।

মনিরুজ্জামান উজ্জ্বল বর্তমানে অনলাইন নিউজ পোর্টাল জাগো নিউজ ২৪ ডটকমে প্ল্যানিং এডিটর হিসেবে কর্মরত।

শিক্ষার্থীদের রাজাকার শ্লোগান লজ্জার: প্রধানমন্ত্রী - dainik shiksha শিক্ষার্থীদের রাজাকার শ্লোগান লজ্জার: প্রধানমন্ত্রী কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা স্থগিত - dainik shiksha কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা স্থগিত উপহার দিলেই এমপিওভুক্তি! - dainik shiksha উপহার দিলেই এমপিওভুক্তি! কোচিং বাণিজ্যে জড়িত পিএসসির আরো ৪ কর্মকর্তা-কর্মচারী - dainik shiksha কোচিং বাণিজ্যে জড়িত পিএসসির আরো ৪ কর্মকর্তা-কর্মচারী ঢাবির জরুরি বৈঠকে প্রভোস্ট কমিটির পাঁচ সিদ্ধান্ত - dainik shiksha ঢাবির জরুরি বৈঠকে প্রভোস্ট কমিটির পাঁচ সিদ্ধান্ত কোটার পক্ষে-বিপক্ষে আন্দোলনকারীদের পাল্টাপাল্টি কর্মসূচি আজ - dainik shiksha কোটার পক্ষে-বিপক্ষে আন্দোলনকারীদের পাল্টাপাল্টি কর্মসূচি আজ শিক্ষামন্ত্রী দেশে ফিরছেন আজ - dainik shiksha শিক্ষামন্ত্রী দেশে ফিরছেন আজ র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা কলেজগুলোর নাম এক নজরে - dainik shiksha র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা কলেজগুলোর নাম এক নজরে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে please click here to view dainikshiksha website Execution time: 0.0057559013366699