দৈনিক শিক্ষাডটকম, কুমিল্লা: কুমিল্লার চৌদ্দগ্রামে প্রিয় খেলোয়াড় সাকিব আল হাসানকে এক নজর দেখতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হয়েছে ৭ম শ্রেণি পড়ুয়া স্কুলছাত্র নিরব (১৪)। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (৭ মে) বিকেলে উপজেলার চিওড়া ইউনিয়নে ধোড়করা বাজার এলাকায় হারল্যান নিউইয়র্ক নামে একটি কসমেটিকস স্টোর উদ্বোধন করেন সাকিব আল হাসান। দুপুরে সাকিব পৌঁছানোর আগেই ওই কসমেটিকস স্টোরের পাশের নির্মাণাধীন ভবনে উঠে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হয় সে।
আহত নিরব কনকাপৈত ইউনিয়নের কাগাইশ এলাকার জসিম উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, প্রিয় খেলোয়ার সাকিবকে দেখতে শত শত ভক্ত সেইখানে হাজির হয়। হারল্যান নিউইয়র্ক কসমেটিকস স্টোরের রাস্তার দুপাশে বিভিন্ন ভবনের ছাদে প্রিয় খেলোয়াড়কে দেখতে জমায় দর্শকরা। মালেক টাওয়ারের ছাদেও ভক্তরা ভিড় জমায়। সেখানেই বৈদ্যুতিক তারে আটকে বিদ্যুৎস্পৃষ্ট হয় নিরব। হঠাৎ একটি বিকট শব্দ হয়। চিৎকার শুনে সবাই দৌড়ে যায় ছাদের দিকে। এ সময় নিরবের গায়ে থাকা টিশার্টে আগুন জ্বলছিল।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যায়। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে যাওয়া হয়।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ফরহাদ উদ্দিন উল্লাস বলেন, আমাদের হাসপাতালে নিরবকে নিয়ে আসার পর আমরা তার চিকিৎসা শুরু করি। নিরবের যেহেতু ইলেক্ট্রিক বার্ন হয়েছে যা আমরা ডিপ বার্ন বলি সেহেতু তার পরিবার আরও উন্নত চিকিৎসার জন্য শেখ হাসিনা বার্ন ইউনিটে নিয়ে যায়। নিরবের শরীরের প্রায় ১৫ থেকে ২০ শতাংশ পুড়ে গেছে। বুকের ডানপাশে, কাঁধে এবং গালের কিছু অংশ পুড়ে গেছে।
সাকিব আল হাসান ও চিত্র নায়ক ইমন মঙ্গলবার বিকেলে চৌদ্দগ্রাম ও কুমিল্লা সদর উপজেলার মনোহরপুর এলাকায় হারল্যান নিউইয়র্ক কসমেটিকস স্টোরের দুটি শাখা উদ্বোধন করতে আসেন।