সাত এমপির পদত্যাগে কোনো প্রতিবন্ধকতা হবে না : রেলমন্ত্রী - দৈনিকশিক্ষা

সাত এমপির পদত্যাগে কোনো প্রতিবন্ধকতা হবে না : রেলমন্ত্রী

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি |

রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন বলেছেন, সংসদে সাড়ে তিনশ’ সংসদ সদস্য। সেখানে বিএনপিতো বিরোধী দলও না। বিএনপির সাতজন সংসদ সদস্য যদি পদত্যাগ করে এতে সংসদের চলার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা তৈরি হবে না। এর মাধ্যমে যদি তারা জনমত তৈরি চায় করতে পারে। আগামী নির্বাচন আসবে, নির্বাচনে জনগণ তাদের মতামত দেবে।

রোববার বিকাল সাড়ে তিনটায় আখাউড়া-আগরতলা রেলপথ প্রকল্প পরিদর্শনকালে আখাউড়া সীমান্তে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী আরও বলেন, একটা গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষ বিক্ষোভ করবে, মানুষ তার দাবিগুলো তুলে ধরবে। শান্তিপূর্ণভাবে জনমত তৈরি করবে। কিন্তু বিরোধী দলের যে আন্দোলনের গতি প্রকৃতি আমরা সব সময় দেখে আসছি, তারা জ্বালাও পোড়াও করে মানুষের মধ্যে ভীতি সঞ্চার করে, মানুষকে মারে, অগ্নিসংযোগ করে। একাত্তরের মুক্তিযুদ্ধের সময় পাক সেনাবাহিনীর যে বর্বরতা আমরা দেখেছি তাদেরই প্রেতাত্মা আজকে যারা নিজেদের বিরোধী দল হিসেবে দাবি করছে।
 
তিনি আরও বলেন, বিএনপির রাজনীতির সহিংসতা নিয়ে আমরা সব সময় শঙ্কিত থাকি। না হলে আন্দোলনের সঙ্গে ট্রেন পোড়ানোর কি সম্পর্ক বলেন তো? রেলের যাত্রীদের অনিরাপদ করার সম্পর্ক কী। আপনি আন্দোলন করেন।  কেন রেললাইন উপড়ে ফেলেন। কেন রেল জ্বালিয়ে দেন।  কেন রেলকে আক্রমণ করেন। কেন যানবাহনকে আক্রমণ করেন। এটার সাথে আন্দোলনের সম্পর্ক আছে। আপনি শান্তিপূর্ণ হরতাল ডাকেন কিংবা আনন্দলোনের কর্মসূচী দেন। মানুষ যেটাকে সমর্থন করে সে ব্যপারে জনমত গড়ে তুলেন।

আগামী বছরের জুনের ৩০ মধ্যে আখাউড়া-আগরতলা রেলপথ প্রকল্পের চলমান কাজ শেষ হবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী।


 
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের মহা ব্যবস্থাপক মো. জাহাংগীর হোসেন, প্রধান প্রকৌশলী মো. আবু জাফর মিয়া। লাকসাম-আখাউড়া রেলপ্রকল্পের পরিচালক মো. শহিদুল ইসলামসহ প্রকল্পে অন্যান্য কর্মকর্তারা।

উল্লেখ্য, আখাউড়া-আগরতলা রেলপথের দৈর্ঘ্য ১৫ কিলোমিটার। এরমধ্যে ১০ কিলোমিটার বাংলাদেশে এবং ভারতের আগরতলায় ৫ কিলোমিটার।

রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত অফিস চলবে ৯টা-৩টা - dainik shiksha রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত অফিস চলবে ৯টা-৩টা দেশকে ভিক্ষুকের জাতিতে পরিণত করতে এ সহিংসতা: প্রধানমন্ত্রী - dainik shiksha দেশকে ভিক্ষুকের জাতিতে পরিণত করতে এ সহিংসতা: প্রধানমন্ত্রী এইচএসসির উত্তরপত্র জমা নিচ্ছে না বোর্ড - dainik shiksha এইচএসসির উত্তরপত্র জমা নিচ্ছে না বোর্ড প্রাথমিক বিদ্যালয় খোলার সিদ্ধান্ত শিগগিরই - dainik shiksha প্রাথমিক বিদ্যালয় খোলার সিদ্ধান্ত শিগগিরই মোবাইল ইন্টারনেট চালুর বিষয়ে সিদ্ধান্ত কাল - dainik shiksha মোবাইল ইন্টারনেট চালুর বিষয়ে সিদ্ধান্ত কাল তিন সমন্বয়ক নিরাপত্তাহীনতায় ভুগছিলেন বলে ডেকে নেয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী - dainik shiksha তিন সমন্বয়ক নিরাপত্তাহীনতায় ভুগছিলেন বলে ডেকে নেয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে please click here to view dainikshiksha website Execution time: 0.0027430057525635