ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের অনার্স ১ম বর্ষের ফরম পূরণের সময় ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বেড়েছে। গতকাল সাত কলেজের ওয়েবসাইটে প্রকাশিত এক চিঠির মাধ্যমে এ তথ্য জানা গেছে।
চিঠিতে বলা হয়, ২ জুনের এক চিঠির প্রেক্ষিতে ২০২৩ খ্রিষ্টব্দে ১ম বর্ষ অনার্স নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষায় ২০১৭-১৮, ২০১৮-১৯ ও ২০১৯-২০ শিক্ষাবর্ষের কোনো শিক্ষার্থীর যদি ইতোমধ্যে ১ম বর্ষ পরীক্ষায় কৃতকার্য (Promoted) হয়ে কোনো পত্র/ পত্রগুলোতে এফ গ্রেড বা অনুপস্থিত থাকে তাহলে তারা শুধুমাত্র এফ গ্রেড প্রাপ্ত- অনুপস্থিত কোর্সে ফরমপূরণ করে ২০২৩ খ্রিষ্টাব্দের ১ম বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। এখানে উল্লেখ্য যে, উল্লেখিত শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য এফ গ্রেড কে গ্রহণযোগ্য গ্রেডে উন্নীত করার পরবর্তীতে আর কোনো সুযোগ থাকবে না।
২০২৩ খ্রিষ্টাব্দের অনার্স ১ম বর্ষ নিয়মিত, অনিয়মিত, মানোন্নয়ন পরীক্ষার ফরমপূরণের সময়সীমা ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হলো।
কলেজ থেকে অনলাইনে ভেরিফাই করার শেষ তারিখ ৩ অক্টোবর। আর ব্যাংক ড্রাফট করা যাবে ৬ অক্টোবর পর্যন্ত।