সাত দিনের মধ্যে সম্পদের হিসাব জমা দেবেন এবং তা জনসম্মুখে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) নব নিযুক্ত চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন।
বুধবার (১১ ডিসেম্বর) বিকেলে দুদকের প্রধান কার্যালয়ে যোগদান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এসময় তার সঙ্গে কমিশনার ও অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী ছিলেন।
চেয়ারম্যান হিসেবে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়িত্ব গ্রহণের পর ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, দুর্নীতি দমনে তাদের কাজের ক্ষেত্রে অগ্রাধিকার পাবে জনপ্রত্যাশিত বিষয়গুলো। যেসব বড় বড় দুর্নীতির কারণে রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়েছে— সেসব বিষয়কে অগ্রাধিকার দেয়া হবে। দুর্নীতিবাজরা যাতে ছাড় না পায়, সে কাজগুলো তারা জোর দিয়ে করবেন।
আরা পড়ন: দুদক চেয়ারম্যান ও কমিশনারদের আয়-সম্পদের তথ্য প্রকাশের আহ্বান
বুধবার বিকাল সাড়ে ৩টায় দুদকের নতুন চেয়ারম্যান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সদ্য সাবেক সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন এবং কমিশনার হিসেবে সাবেক জজ কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী দুদকে যোগ দেন।
কমিশনের অপর সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ দেশের বাইরে অবস্থান করছেন বলে জানা গেছে। আগামী ১৭ ডিসেম্বর তিনি যোগ দেবেন বলে দুদকের দায়িত্বশীল সূত্র জানিয়েছে।
দুদকের নতুন চেয়ারম্যান আব্দুল মোমেন বলেন, দুর্নীতি দমনে তারা সাধ্যমতো চেষ্টা করবেন। আগামী এক সপ্তাহের মধ্যে নিজেদের সম্পদের হিসাব বিবরণী দাখিল করবেন বলেও জানান। তিনি বলেন, আমার বিরুদ্ধেও অভিযোগ আছে। সেগুলো আপনারা (সাংবাদিকদের) তদন্ত করে দেখতে পারেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ২০০৯ থেকে ২০২২ পর্যন্ত তার বিরুদ্ধে দুদক অনুসন্ধান ও তদন্ত করেছে। শেষ পর্যন্ত কিছুই পায়নি। এটা একটা হয়রানি বলে তিনি মনে করেন।
এর আগে আজ এক সংবাদ বিবৃতিতে দুদক চেয়ারম্যান ও কমিশনার পদে নিয়োগপ্রাপ্তদের স্বচ্ছতা নিশ্চিতে আয় ও সম্পদ বিবরণী, দুর্নীতির অভিযোগ থাকলে সে বিষয়ে তথ্য প্রকাশের আহ্বান জানায় টিআইবি।