ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। ‘সাংবাদিকতার নামে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ’-এর প্রতিবাদে আজ শনিবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ সড়ক অবরোধ করেন তারা।
এ সময় অবরোধকারীরা প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের গ্রেপ্তারের দাবি জানান। একই সঙ্গে দাবি না মানা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন বলে ঘোষণা দিয়েছেন। এ সময় তাদের বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে। অবস্থান ও অবরোধ কর্মসূচির কারণে শাহবাগ ও আশপাশের এলাকায় যানজট তৈরি হয়। পরে তাদের সড়ক থেকে পুলিশ সরিয়ে দেয়। এর আগে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের কুশপুত্তলিকা দাহ করেন তারা।
ঢাবির আইন বিভাগের শিক্ষার্থী মো. সামিউজ্জামান বলেন, ‘শিশুকে ব্যবহার করে হলুদ সাংবাদিকতা এবং তথ্য সন্ত্রাসের বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে আমাদের আওয়াজ পৌঁছে দেওয়া হয়েছে আজ শাহবাগের প্রজন্ম চত্বরে। আজ আমাদের চাল-ডালের স্বাধীনতা রয়েছে, কিন্তু তথ্যের স্বাধীনতার জন্য হলুদ সাংবাদিকতার বিরুদ্ধে আমাদের শিক্ষার্থীদের অবস্থান। আমরা সত্য সুন্দর এবং তথ্য স্বাধীন সংবাদমাধ্যম চাই। বিদেশি অ্যাম্বাসি ও দেশবিরোধী চক্রের হাত থেকে সংবাদমাধ্যমের স্বাধীনতা চাই।’