ঠাকুরগাঁও সদরে সাপের ছোবলে এক প্রধান শিক্ষকের মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, যথাসময়ে অ্যান্টিভেনম না পাওয়ায় তাকে বাঁচানো যায়নি।
মারা যাওয়া আলী আকবর (৫১) উপজেলার সেনুয়া ইউনিয়নের খড়িবাড়ি কাচাপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি একই ইউনিয়নের চামেশ্বরী গ্রামের বাসিন্দা।
আকবরের ভাই রবিউল ইসলাম জানান, তার বড় ভাই আকবর গত শনিবার বিকেলে কৃষিজমিতে সেচ দিতে যান। এ সময় সেচের নালা পরিষ্কার করতে গেলে একটি বিষাক্ত সাপ তাঁকে ছোবল দেয়।
আকবরকে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে অ্যান্টিভেনম না থাকায় রোগীকে দিনাজপুরের এম আবদুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন চিকিৎসক। পরে দিনাজপুর নেয়ার পথে আকবর মারা যান।
হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা সাদাত শাহরিয়ার বলেন, এক মাসের বেশি সময় ধরে হাসপাতালে অ্যান্টিভেনমের সরবরাহ নেই।