বন্যায় ডুবে যাওয়া এলাকায় গিয়ে উদ্ধার কার্যক্রমে অংশ নিয়েছিলেন ভারতের পাঞ্জাব প্রদেশের শিক্ষামন্ত্রী হারজত সিং বাইন। এ কাজে অংশ নিতে গিয়ে তিনি সাপের কামড় খেয়েছেন। খবর এনডিটিভি
ভারতের পাঞ্জাব প্রদেশের রূপনগর জেলার আনন্দপুর সাহিবে এ ঘটনা ঘটে। মন্ত্রী হারজত সিং বলেন, গত ১৫ আগস্ট রাতে সাপের কামড়ে আহত হন তিনি। বর্তমানে তার অবস্থা ভালো।
ভারী বৃষ্টিপাতের কারণে পাঞ্জাবের রূপনগর, গুরুদাসপুর, হোসিয়ারপুর, কুপুরথালা এবং ফিরোজপুর জেলায় বন্যা দেখা দিয়েছে। ডুবে গেছে এসব জেলার বহু এলাকা।
অতিরিক্ত বৃষ্টির ফলে নদীর পানি বেড়ে এ বন্যা দেখা দিয়েছে। বন্যার কারণে স্থানীয়দের অবস্থা দেখতে আনন্দপুরে গিয়েছিলেন ওই মন্ত্রী।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।