ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের ওপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে। এ ঘটনায় অন্তত ৩০ জনের বেশি আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে গণঅধিকার পরিষদের নেতাদের। তবে হামলার অভিযোগ অস্বীকার ছাত্রলীগের।
বুধবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) সংলগ্ন ডাচ সংলগ্ন হামলার ঘটনা ঘটে। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল ও কাকরাইলের ইসলামি ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত অবস্থায় ১১ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারা হলেন, উচ্চতর পরিষদের সদস্য আব্দুর জাহের (৩০), ছাত্র অধিকার পরিষদের নেতা মেহেদী হাসান (২৩), রাকিব (২৫), তোফায়েল আহমেদ (২৫), মো. রাকিব (২৮), সাব্বির (২৫), সাদ (২৩), তুহিন (২৫), ইউসুফ (২৩), আকাশ (২২) ও পথচারী কামরুজ্জামান(৩৫)।
গণঅধিকার পরিষদের সাবেক যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান খান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় রাজু ভাস্কর্যে আমাদের পূর্বঘোষিত কর্মসূচি ছিলো। এজন্য শাহবাগ হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এলে দেখতে পাই ছাত্রলীগের নেতা-কর্মীরা রাজু ভাস্কর্য দখল করে রেখেছেন। পরে ভাস্কর্যের পাশ দিয়ে ছাত্র অধিকার পরিষদের নেতা-কর্মীরা যাওয়ার পথে ডাচের সামনে ছাত্রলীগ মোটরসাইকেল দিয়ে বাধা দেয়। এক পর্যায়ে তারা মারধর শুরু করে। এতে প্রায় ৩১ জনের মতো আহত হয়েছেন।
তিনি আরো বলেন, ভিপি নূরের কণ্ঠ রোধ করার জন্য এ হামলা চালানো হয়েছে। তার অবস্থা খুবই আশঙ্কাজনক। জানি না কবে তিনি সুস্থ হবেন। পরবর্তীতে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খানের সঙ্গে আলোচনা করে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান ওই নেতা।
এদিকে ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত বলেন, ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা করেছে এটা মিথ্যা কথা। নুরুল হক নুরের নেতৃত্বে কিছু বহিরাগত ক্যাম্পাসে প্রবেশ করে ক্যাম্পাসকে অস্থিতিশীল করার চেষ্টা করলে সাধারণ শিক্ষার্থীরা প্রতিবাদ জানায়। তখন বহিরাগত সন্ত্রাসীরা শিক্ষার্থীদের ওপর হামলা করলে শিক্ষার্থীরা প্রতিরোধ করে।
প্রসঙ্গত, বিরোধী রাজনৈতিক দলের নেতকর্মীদের ওপর হামলা, মাদরাসা ছাত্র রেজাউলি হত্যা এবং বুয়েটের শিক্ষার্থীদের আটকের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ঘোষণা করে ছাত্র অধিকার পরিষদ।
সমাবেশ ঘোষণা করলে বিকেল চারটার আগ থেকেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল শাখা ছাত্রলীগের নেতা-কর্মীদের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান নিতে দেখা যায়।