ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর সারা দেশে বিক্ষুব্ধ জনতা বিভিন্ন থানায় অগ্নিসংযোগ ও ভাঙচুর করে। এক পর্যায়ে বন্ধ হয়ে যায় দেশের সব থানার কার্যক্রম। এ পরিস্থিতিতে পুলিশ হেডকোয়ার্টার্স সারা দেশে থানা ও ফাঁড়িগুলোর কার্যক্রম চালু করার জন্য সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ শুরু করে। রোববার বিকেল ৩টা পর্যন্ত দেশের ৬৩৯টি থানার মধ্যে ৫৯৯টিতে ফের কার্যক্রম শুরু হয়েছে।
রোববার (১১ আগস্ট) বিকেলে পুলিশ সদর দফতর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মহানগরের ১১০টি থানার মধ্যে ৯৭টি এবং জেলার ৫২৯টি থানার মধ্যে ৫০২টি থানার কার্যক্রম শুরু হয়েছে।
এদিকে অনুপস্থিত পুলিশ সদস্যরা বৃহস্পতিবারের (১৫ আগস্ট) মধ্যে কর্মস্থলে যোগ না দিলে তারা চাকরিতে ইচ্ছুক নন ধরে নেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।
রোববার (১১ আগস্ট) দুপুরে প্রথম কর্মদিবসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
পুলিশ সদস্যদের উদ্দেশে তিনি বলেন, ‘পুলিশের ফোর্স এখনও জয়েন করেনি। তাদের জন্য শেষ তারিখ হচ্ছে বৃহস্পতিবার। আপনারা যদি বৃহস্পতিবারের মধ্যে কেউ না আসেন, আমরা ধরে নেব আপনারা চাকরিতে আসতে ইচ্ছুক নন। এ বিষয়ে আইজিপি, র্যাবের মহাপরিচালক এবং মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সঙ্গে আলাপ করেছি।’