কবি এবং সাবেক ডাক ও টেলিযোগাযোগ সচিব অশোক কুমার বিশ্বাসের লেখা দুইটি কবিতার বইয়ের মোড়ক উন্মোচন করেছেন পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে অমর একুশে বইমেলার গ্রন্থ উন্মোচন মঞ্চে অশোক বিশ্বাসের লেখা ‘অকবির কাব্যকথা’ ও ‘বিশুদ্ধ বিশ্বাস’ নামের দু’টি কবিতার বইয়ের মোড়ক উন্মোচনকালে ভূয়শী প্রশংসা করেন চেয়ারম্যান।
সোহরাব হোসাইন বলেন, ব্যক্তিগত জীবনে পুরোদস্তুর একজন সৎ মানুষ অশোক বিশ্বাস। প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থেকে দেশের সেবা করেছেন। আমি শিক্ষাসচিব থাকাকালে তিনিও শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ছিলেন। আমি আগে থেকেই তার কবি প্রতিভার খবর জানি। কবিতার বই দেরিতে প্রকাশিত হলেও বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করবেন অশোক বিশ্বাস।
পিএসসি চেয়ারম্যান ও কবি এবং আবৃত্তিকার সোহরাব হোসাইন আরো বলেন, অশোক বিশ্বাসের কবিতা খুবই উন্নতমানের। খুব সহজে পাঠকের মনের গভীরে প্রবেশ করে তার কবিতার লাইন।
অনুষ্ঠানে সাবেক কবি ও সাবেক সচিব অশোক কুমার বিশ্বাস ছাড়াও পিরোজপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কাজী সাইফুদ্দীন, সাবেক যুগ্মসচিব সুবোধ চন্দ্র ঢালী, ডা: বন্যা বিশ্বাস এবং দৈনিক শিক্ষাডটকম-এর সম্পাদক ও দৈনিক আমাদের বার্তার প্রধান সম্পাদক সিদ্দিকুর রহমান খানসহ অনেকে উপস্থিত ছিলেন।
জানা গেছে, সপ্তর্শী প্রকাশন থেকে অশোক কুমার বিশ্বাসের মোট চারটি কবিতার বই মেলায় আসছে। বইগুলো হলো, অকবির কাব্যকথা, বিশুদ্ধ বিশ্বাস, অন্তিমযাত্রা এবং চরণে চতুর্দশী। বইমেলায় ২৯৩ নম্বর স্টলে বইগুলো পাওয়া যাবে।
সাবেক সচিব অশোক কুমার বিশ্বাস বলেন, লেখালেখি আমার নেশা নয়। আমি কবিও নই, লেখকও নই। কবিতার অমৃত ভুবনে বিচরণে আমার কিঞ্চিৎ প্রয়াস নিতান্তই দুঃসাহসের সামিল। অবসরের অবসাদে মনের খেয়ালে নিজস্ব ভাবনা এবং অনুভুতির অবিন্যস্ত টুকিটাকি কালির আঁচড়ে প্রকাশের উদ্যোগ নিয়েছি মাত্র।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।