রাজধানীর বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। দীর্ঘ সাড়ে ছয় ঘণ্টা পর দুপুর ১২টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ফায়ার সার্ভিসের মিডিয়া শাখার কর্মকর্তা শাহজাহান শিকদার।
এছাড়া ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে এক ক্ষুদে বার্তাতে বিষয়টি নিশ্চিত করা হয়। বঙ্গবাজার থেকে আগুন আশপাশের আরো চারটি মার্কেটে আগুন ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪৮টি ইউনিট কাজ করে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রিমা খানম গণমাধ্যমে বলেন, বঙ্গবাজারের আগুন ১২টা ৩৬ মিনিটে নিয়ন্ত্রণে আসে। এখন ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নির্বাপণ ও ডাম্পিংয়ের কাজ করছেন।
এদিকে আগুনে ক্ষতিগ্রস্ত না হওয়া মালামালগুলো বস্তায় করে সরাচ্ছেন অনেক ব্যবসায়ী। এমন একজন খান ফ্যাশনের কুতুব উদ্দিন খান।
কুতুব উদ্দিন বলেন, নিজের দোকান রক্ষা পায়নি, জামাইয়ের দোকানের যতটুকু পেরেছি মাল রক্ষা করেছি। এখন গাড়িতে তুলবো মালগুলো, এখানে তো রাখার জায়গা নেই।
প্রসঙ্গত, ভোর ৬টার দিকে বঙ্গবাজারের দোতলা থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে জানা গেছে। খবর পেয়ে একে একে ফায়ার সার্ভিসের ৫০ ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।
এদিকে ঢাকার বঙ্গবাজারে আগুনের ঘটনায় ফায়ার সার্ভিসের তিন সদস্যসহ ৮ জন আহত ও অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি হয়েছেন।