ভারতের এডুকেশনাল অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট কাউন্সিল (সিইএএম)-এর বাংলাদেশ অধ্যায়ের চেয়ারপারসন হিসেবে নিযুক্ত হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের (আইএমএল) ইংরেজি বিভাগের অধ্যাপক এবং সাবেক পরিচালক অধ্যাপক ড. প্রতিভা রানী কর্মকার।
শিক্ষা প্রশাসন ও ব্যবস্থাপনাকে শক্তিশালী করার জন্য একটি জাতীয় পেশাদার সংস্থা সিইএম। এদেশে শিক্ষা ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনতে গত ২৪ জুলাই সিইএএম’র সভাপতি ড. ভি. এম. শশীকুমার স্বাক্ষরিত এক পত্রে ড. প্রতিভা রানীকে এ নিয়োগ দেয়া হয়।
এই নিয়োগ জুলাই ২০২৩ থেকে কার্যকর হবে। শিক্ষা ক্ষেত্রে তার উল্লেখযোগ্য দক্ষতা এবং অবদানের স্বীকৃতি স্বরূপ তিনি সিইএএম বাংলাদেশ অধ্যায়ের প্রথম চেয়ারপারসন হিসেবে ভূষিত হয়েছেন।
বাংলাদেশে শিক্ষা প্রশাসন ও ব্যবস্থাপনাকে উন্নত করার লক্ষ্যে কাজ করছে সিইএম। লক্ষ্য অর্জনে ড. প্রতিভার দৃষ্টি, উৎসর্গ এবং আবেগ সহযোগিতা করবে বলে আশাবাদী সংগঠনটির সভাপতি। ড. প্রতিভা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের (আইএমএল) এবং ইংরেজি ভাষার কেন্দ্রের প্রথম পরিচালক হওয়ার গৌরব অর্জন করেন।