পুরান ঢাকার সিদ্দিকবাজারে ক্যাফে কুইন ভবনে গতকাল মঙ্গলবার ভয়াবহ বিস্ফোরণ ঘটে। নর্থ সাউথ রোডের ১৮০/১ হোল্ডিংয়ের সাত তলা ওই ভবনে বিস্ফোরণের ফলে ভবনের সামনের রাস্তা বন্ধ রাখা হয়েছে।
বুধবার সরেজমিনে গিয়ে দেখা যায়, উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন র্যাব ও ফায়ার সার্ভিসের কর্মীরা। এসময় রাস্তার আশেপাশে জড় হয়েছে বহু মানুষ। পুলিশের বাধা সত্ত্বেও সেখানে মানুষ জড়ো হচ্ছেন। দর্শনার্থীদের আটকাতে হিমশিম খেতে হচ্ছে প্রশাসনকে। অন্যদিকে অকারণে রাস্তায় দাঁড়িয়ে থাকা এসব মানুষের জন্য গুলিস্তানমুখী এ রাস্তায় সৃষ্টি হয়েছে যানজট।
গুলিস্তান বিস্ফোরণ ঘটিত এলাকায় ট্রাফিক ম্যানেজমেন্টের দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তা মিলাদ দৈনিক শিক্ষাডটকমকে জানান, বিস্ফোরণের জন্য রাস্তার এক সাইড বন্ধ রাখা হয়েছে। অন্য আরেক সাইড দিয়েই গাড়ি যাতায়াত করছে। ছুটির দিন থাকায় জ্যাম কম থাকার কথা কিন্ত এখানে এত বেশি মানুষ জড়ো হয়েছে যে তারা রাস্তার এ পাশেই চলে এসেছে। যারা এখানে দাঁড়িয়ে দাড়িয়ে দেখছে তাদের জন্য রাস্তায় জ্যাম সৃষ্টি হয়েছে। মানুষদের রাস্তা থেকে সরে যাওয়ার কথা বলতে বলতে গলা ভেঙে গেছে।
বিস্ফোরণ স্থানের আশপাশে ঝুঁকি থাকা সত্ত্বেও কেনো এসেছেন প্রশ্নের জবাবে আকবর নামের এক দর্শনার্থী দৈনিক শিক্ষাডটকমকে জানান, কাল শুনেছি এখানে আগুন লেগেছে। আজ রাস্তা দিয়ে যাচ্ছিলাম তাই ভাবলাম দেখে যায় কি অবস্থা।
রাস্তার উপরে দাঁড়িয়ে থাকা অনেককেই মুঠোফোন হাতে বিস্ফোরিত ভবনের ভিডিও ও ছবি তুলতেও দেখা গেছে। মোবাইল হাতে ভিডিও করতে থাকা সাইফুল দৈনিক শিক্ষাডটকমকে বলেন, পাশেই থাকি তাই আসলাম দেখতে। আর ভিডিও করছি বাড়ির মানুষ দেখতে চাইছে তাই।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।