সুন্দরবন থেকে ৪০ কেজি হরিণের মাংস উদ্ধার করেছে সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী রেঞ্জ অফিসের সদস্যরা। গতকাল শনিবার রাত সাড়ে ১২টার দিকে বুড়িগোয়ালিনী সহকারী রেঞ্জ কর্মকর্তা নূর আলমের নেতৃত্বে বনকর্মীরা সুন্দরবনের হাজির ভারানি নামক স্থানে একটি নৌকায় অভিযান চালিয়ে মালপত্রসহ হরিণের মাংস জব্দ করে। এসময় শিকারীদের ব্যবহৃত ওই নৌকায় তল্লাশি করে হরিণের মাংস, মাথা, চামড়া ও পা জব্দ করে।
বনকর্মীরা বলছেন, অভিযানের খবর টের পেয়ে সংঘবদ্ধ শিকারীরদল সুন্দরবনে পালিয়ে যায়।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) কেএম ইকবাল হোসেন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সুন্দরবনে হরিণ শিকারের খবর গোপন জানতে পেরে তাৎক্ষণিক ঘটনাস্থলে অভিযান চালিয়ে হরিণের মাংসসহ মালপত্র জব্দ করা হয়। শিকারীদের চিহ্নিত করে পাকড়াও করা চেষ্টা অব্যহত আছে। জব্দকৃত মাংস মাটিতে পুতে বিনষ্ট করা হয়েছে বলেও তিনি জানান।