দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক: যশোর জেলার নওয়াপাড়া উপজেলায় মাদরাসা সুপারের বিরুদ্ধে গাছ বিক্রির অভিযোগ উঠেছে। ছুটির দিনে গাছ কাটতে এলে বিষয়টি এলাকাবাসী জানতে পেরে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানায়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা গাছ কাটা বন্ধে শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেন।
শুক্রবার (২৩ মার্চ) সকালে হিজবুল্লাহ দাখিল মাদরাসা এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুইকরা এলাকার হিজবুল্লাহ দাখিল মাদরাসার দুটি মেহগনি গাছ মাদরাসা সুপার মাওলানা হাবিবুর রহমান গত মঙ্গলবার বিক্রি করে দেন। শুক্রবার সকালে ব্যবসায়ী শ্রমিকদের নিয়ে গাছ কাটার সময় এলাকাবাসী বাধা দেয়। এর আগেই একটি গাছ কাটা হয়ে যায়; অন্যটির ডালপালা কাটা হয়। বাধা উপেক্ষা করে
স্থানীয় বাসিন্দা আব্দুল মান্নান ও আব্দুল খালেক বলেন, সুপার আগেও গোপনে মাদরাসার ইট ও বেঞ্চ বিক্রি করে দিয়েছিলেন। তাই ছুটির দিনে গাছ কাটতে দেখে সন্দেহ হয়। এ সময় তাদের বাধা দেওয়া হয়।
গাছ ব্যবসায়ী শুকুর আলী বলেন, সুপারের কাছ থেকে গাছ দুটি কিনেছি। এত সমস্যা আছে জানলে কিনতাম না।
সুপারের মোবাইল ফোনে কল দিলে তিনি বলেন, মাদরাসার প্রয়োজনে গাছ দুটি বিক্রি করা হয়েছে। কর্তৃপক্ষের অনুমতি আছে কিনা জানতে চাইলে তিনি সংযোগ বিচ্ছিন্ন করে দেন। এদিকে কয়েকবার ফোন করার পরও রিসিভ করেননি মাদরাসার সভাপতি রেজাউল হোসেন বিশ্বাস।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন, বিষয়টি জানার পরে আমি গাছ কাটতে নিষেধ করেছি।