দৈনিক শিক্ষাডটকম, সুনামগঞ্জ : সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও কর্মচারী নিয়োগে অনিয়ম ও লুকোচুরির অভিযোগে ভিসির অপসারণের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে সুনামগঞ্জ আদালত প্রাঙ্গণে সচেতন সুনামগঞ্জবাসীর আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে আইনজীবী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেনি পেশার লোকজন অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড নজরুল ইসলাম, সাবেক সভাপতি রবিউল লেইস, সাধারণ সম্পাদক শেরেনূর আলী, সাবেক সাধারণ সম্পাদক রুহুল তুহিন, সুনামগঞ্জ মহিলা পরিষদের সভাপতি গৌরী ভট্টাচার্য, অ্যাড বুরহান উদ্দিন দুলন, অ্যাড এনাম আহমেদ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হাওরবাসীর দীর্ঘদিনের স্বপ্নের বাস্তবায়ন। কিন্তু বিশ্ববিদ্যালয়ের যাত্রার শুরুতেই শিক্ষক, কর্মচারীসহ বিভিন্ন নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ উঠেছে। এসব নিয়োগের পরীক্ষা সুনামগঞ্জে না নিয়ে ঢাকা ও গাজীপুরের নেয়া হচ্ছে এতে নিয়োগ প্রক্রিয়ায় সচ্ছতা থাকছেনা। এছাড়া পরীক্ষা ফলাফলেও লুকোচুরি হচ্ছে। তাই অবলম্বে এসব নিয়োগ প্রক্রিয়া বাতিল করে সুনামগঞ্জ পরীক্ষা নেয়ার দাবিসহ ভিসির অপসারণ দাবি করেন বক্তারা।