বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে ‘ভাষা ও সাহিত্য’ বিভাগে দেশসেরা হয়েছেন দিনাজপুরের পি কে প্রজ্ঞা রায়। প্রজ্ঞা জেলার খানসামা উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের হাসিমপুর গ্রামের বাসিন্দা শিক্ষক হরিপ্রসাদ রায়ের মেয়ে ও রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ-২০২৩ এর সেরা মেধাবী পুরস্কার বিতরণ অনুষ্ঠানে পি কে প্রজ্ঞা রায়কে সম্মাননা ক্রেস্ট তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জানা গেছে, বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা ২০২৩ এর জাতীয় পর্যায়ে ‘ক’ বিভাগে (ষষ্ঠ -অষ্টম) ‘ভাষা ও সাহিত্য’ বিষয়ে বছরের সেরা মেধাবী হিসেবে নির্বাচিত হওয়ায় এই পুরস্কার লাভ বরেন প্রজ্ঞা।
মাহিগঞ্জ ডিগ্রি কলেজ প্রভাষক ও প্রজ্ঞা রায়ের বাবা হরিপ্রসাদ রায় দৈনিক শিক্ষাডটকমকে বলেন, এ অর্জন সত্যিই আনন্দের ও কৃতিত্বের। আমার মেয়ে ভালো একাডেমিক ফলের পাশাপাশি কো-কারিকুলার অ্যাকটিভিটিসেও কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। যা আমাকেও সম্মানিত করেছে। মেয়ের জন্য সবার কাছে দোয়া ও আর্শীবাদ কামনা করছি।