সেন্টমার্টিন দ্বীপে তিনদিন ধরে আটকে থাকা দেড় শতাধিক পর্যটক টেকনাফে পৌঁছেছে।
বৈরি আবহাওয়া কেটে যাওয়ার কারণে নামিয়ে ফেলা হয় ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত। আবহাওয়ার পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ফের টেকনাফ-সেন্টমার্টিন রুটে চলাচল শুরু হয় পর্যটকবাহী জাহাজ। তবে একটি নয় এ রুটে চলাচল করেছে পর্যটকবাহী দুটি জাহাজ। 'এমবি বারো আউলিয়ার' সাথে 'কেয়ারি সিন্দাবাদ'ও সেন্টমার্টিনের উদ্দেশে ছেড়ে যায়। দুটি জাহাজে করেই আটকে পড়া পর্যটকরা ফিরে আসে টেকনাফে।
শনিবার (৭ অক্টোবর) সন্ধ্যায় পর্যটকরা টেকনাফে পৌঁছানোর খবর নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.আদনান চৌধুরী।
তিনি বলেন, আবহাওয়া পরিস্থিতি ঠিক হওয়ায় জাহাজ চলাচল শুরু হয়েছে। নতুন আরও একটি জাহাজ সংযুক্ত হয়েছে। অনেক পত্রপত্রিকায় পর্যটকদের নানান সমস্যার কথা আসলেও আমরা এরকম কোন তথ্য পায়নি। সকল হোটেল-মোটেলকে এক সপ্তাহের খাবার মজুদ রাখতে নির্দেশনা দেওয়া আছে।
প্রতিকূল আবহাওয়ায় গেল তিন দিন ধরে সেন্টমার্টিনে আটকে পড়ে প্রায় দেড় শতাধিক পর্যটক। ২৭ সেপ্টেম্বর এমবি বারো আউলিয়া জাহাজে করে পর্যটকরা সেন্টমার্টিন দ্বীপে ঘুরতে গিয়েছিলেন।