দৈনিক শিক্ষাডটকম, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে সেবা না পেয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের হেল্প ডেস্ক ভাঙচুর করেছেন শুশান্ত কুমার দাস (৬৫) নামের এক ব্যক্তি। এ ঘটনায় পুলিশ শুশান্ত কুমার দাসকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে।
সোমবার (১৩ মে) জেলা প্রশাসকের কার্যালয়ের নিচতলায় এ ঘটনা ঘটে। শুশান্ত কুমার ঠাকুরগাঁও সদরের রহিমানপুর ইউনিয়নের মথুরাপুর এলাকার বাসিন্দা।
পুলিশ বলছে, ঘটনাটি পূর্বপরিকল্পিত।
শুশান্ত কুমারের পরিবার বলছে, জমিসংক্রান্ত জটিলতায় দীর্ঘদিন ধরে হয়রানির শিকার তিনি। বিরক্ত হয়ে এমন ঘটনা ঘটিয়েছেন।
জেলা প্রশাসক মাহবুবুর রহমান বলেন, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। হামলার ঘটনাটি কী জন্য ঘটিয়েছেন, বিস্তারিত পরে বলা যাবে।
ঘটনার এক প্রত্যক্ষদর্শী বলেন, বিকট শব্দে পেছনে ঘুরে তাকিয়ে তিনি দেখতে পান, ওই শুশান্ত কুমার হেল্প ডেস্ক ভাঙচুর করছেন। এ সময় সাদা পোশাক পরা এক ব্যক্তি বৃদ্ধাকে নিবৃত্ত করার চেষ্টা করেন। ওই সময় শুশান্ত কুমার চিৎকার করে বলছিলেন, ‘কেন লেখা হয়েছে হেল্প ডেস্ক? এখানে এসে তো আমি হেল্প পাই না। হেল্প ডেস্কে যারা বসে আছে, কেউ আমার কথা শুনছে না।’
শুশান্ত কুমারের ছেলে জয় কুমার দাস বলেন, তাঁর বাবা ২০১৩ খ্রিষ্টাব্দ থেকে নানার একটি জমি-সংক্রান্ত জটিলতায় আদালতসহ বিভিন্ন দপ্তরে ছুটে ছুটে হয়রান। কোথাও কোনো সুরাহা না পেয়ে মানসিকভাবে ভেঙে পড়েছেন। গতকালও ওই জমির কাজে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়েছিলেন। এ সময় কারও কাছ থেকে সদুত্তর না পেয়ে তিনি ভাঙচুর করেন।
জেলা প্রশাসকের গোপনীয় শাখার অফিস সহকারী মামুনুর রশিদ বলেন, হেল্প ডেস্কের কাজ হলো জেলা প্রশাসকের কাছে আসা সব আবেদন গ্রহণ করে তারা রিসিভ কপি দেবে। পরে সংশ্লিষ্ট দপ্তর আবেদনের ওপর কাজ করে।
সদর থানার ওসি এ বি এম ফিরোজ ওয়াহিদ বলেন, ‘আটক শুশান্ত কুমার দাসকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি পরিকল্পিতভাবে বাড়ি থেকে লোহার রড এনে হামলার ঘটনা ঘটিয়েছেন। জেলা প্রশাসক কার্যালয় থেকে অভিযোগ দেওয়ার পরে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।