সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রামের (সেসিপ) চাহিদার ভিত্তিতে বিভিন্ন স্কুল ও মাদরাসায় ভোকেশনাল কোর্সে ২৪৭টি ট্রেড ইন্সট্রাক্টর পদে নিয়োগের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন ১৬৯ জন প্রার্থী। বুধবার রাতে এ গণবিজ্ঞপ্তির ফল প্রকাশ করা হয়েছে।
জানা গেছে, প্রার্থীদের ও প্রতিষ্ঠানে এসএমএসের মাধ্যমে প্রাথমিক নির্বাচনের বিষয়টি জানানো হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের জানিয়েছেন, মোট শূন্যপদের সংখ্যা ছিলো ১০টি ট্রেডে মোট ২৪৭ টি। যেগুলো এমপিও প্রাপ্য পদ। তার মধ্যে ট্রেড ইনস্ট্রাক্টর পদে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীর সংখ্যা ১৬৯ জন। তাদের মধ্যে পুরুষ ১৩০ জন এবং মহিলা ৩৯ জন।
তিনি আরো জানান, কিছুপদে শূন্য পদের সংখ্যা কম কিন্তু প্রার্থী বেশি। যেমন, বিল্ডিং মেইনটেন্যান্সের ট্টেডে শূন্য পদ ১১ টি তবে আবেদন ৪৯টি, ড্রেস মেকিং ট্রেডে শূন্য পদ ১৯ টি আর আবেদন ৫২টি। আবার কিছু পদের ক্ষেত্রে পদের চেয়ে আবেদনকারী কম, যেমন ফুড প্রসেসিং ট্রেডে পদ ১৯টি আবেদনকারী ১১জন, আইসিটিতে পদ ৯৭ আবেদন কারী ৭৮।
তিনি আরো জানান, প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটিংয়ের ৮টি শূন্যপদে কোনো আবেদন পাওয়া যায়নি। ট্রেড ইনস্ট্রাক্টর পদে প্রাথমিকভাবে নির্বাচিত ১৬৯ জন প্রার্থীর ফল প্রার্থী এবং প্রতিষ্ঠানকে এসএমএসের মাধ্যমে জানানো হয়েছে।
তিনি জানান, পুলিশ ভেরিফিকেশনের পরে নিয়োগ সুপারিশ করা হবে।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।