দৈনিক শিক্ষাডটকম, নীলফামারী : নীলফামারীর সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ থেকে এ বছর মেডিক্যাল ভর্তি পরীক্ষায় এবারও রেকর্ড করেছে। রোববার (১১ ফেব্রুয়ারি) প্রকাশিত ফলাফলে এ পর্যন্ত ৫১ জন বিভিন্ন মেডিক্যাল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন।
এই সংখ্যা আরও বাড়বে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ আজাদ আবুল কালাম। গত বছর প্রতিষ্ঠানটি থেকে ৩৫ জন মেডিক্যালে ভর্তির সুযোগ পান।
এবারে মেডিক্যালে চান্সপ্রাপ্তরা হচ্ছেন মিম, মৌ -ঢাকা মেডিক্যাল কলেজ, অবন্তী, স্বচ্ছ-শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ, এলিন, তনু, নাঈম-স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ, রোজা, তিথি, মাহবুবা, রাইশা-রাজশাহী মেডিক্যাল কলেজ, উর্মি, বর্ষা, মামুন, মুরাদ, নুসরাত জাহান অপি, রিফা, সিন্থি, সাবিরা সুলতানা নুর, মাহফুজা আকতার মিতু, মিথিলা ফারজানা-রংপুর মেডিক্যাল কলেজ, মিতু, তিশা-ময়মনসিংহ মেডিক্যাল কলেজ, সুমাইয়া, অর্থী-শেখ হাসিনা
মেডিক্যাল কলেজ, শৈয়লী, আবির-ওসমানী মেডিক্যাল কলেজ, আশা, পীযুষ, সান্তু, রেমি, ইশতিয়াক আহমেদ- দিনাজপুর মেডিক্যাল কলেজ, নেহা-ফরিদপুর মেডিক্যাল কলেজ, অবন্তী (২)-সাতক্ষীরা মেডিক্যাল কলেজ, কাব্য-পাবনা মেডিক্যাল কলেজ, আফিয়া আদিবা-নীলফামারী মেডিক্যাল কলেজ, অনামিকা-কুষ্টিয়া মেডিক্যাল কলেজ, মেরাজ-কক্সবাজার মেডিক্যাল কলেজ, মন্নুজা, সাথী, ইশরাত জাহান- শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ, মোশাব্বির-কুমিল্লা মেডিক্যাল কলেজ, রিফাত-শেখ হাসিনা মেডিক্যাল কলেজ, মারুফা-সাতক্ষীরা মেডিক্যাল কলেজ, সিজু-ফরিদপুর মেডিক্যাল কলেজ, সৃষ্টি -আব্দুল মালেক-মেডিক্যাল কলেজ নোয়াখালী, মো. আরিফ মোহায়মিন-পাবনা মেডিক্যাল কলেজ, নসিবুল হাসান নাঈম-শহীদ এম মনছুর আলী মেডিক্যাল কলেজ সিরাজগঞ্জ, রিফাত জাহান রিফা-চট্রগ্রাম মেডিক্যাল কলেজ, রিদিতা প্রামানিক-নওঁগা মেডিক্যাল কলেজ, সেতু দেবনাথ-চাঁদপুর মেডিক্যাল কলেজ।
সূত্রটি আরও জানায়, ১৯৬৪ খ্রিষ্টাব্দে দেশের চারটি শিল্পাঞ্চলে টেকনিক্যাল স্কুল গড়ে ওঠে। এদের একটি হচ্ছে সৈয়দপুর সরকারি টেকনিক্যাল স্কুল। পরে ১৯৭৭ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠানটি কলেজে উন্নীত করে নাম দেওয়া হয় সৈয়দপুর সরকারি টেকনিক্যাল কলেজ। ২০১৯ খ্রিষ্টাব্দে শিক্ষা মন্ত্রণালয় এর নাম পরিবর্তন করে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ নামকরণ করে। কলেজটিতে কেবলমাত্র বিজ্ঞান বিষয়ে পড়ার সুযোগ রয়েছে।
কলেজ সূত্রে জানা গেছে, চলতি বছর শিক্ষাপ্রতিষ্ঠান থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষায় শুধুমাত্র বিজ্ঞান বিভাগে ২২৬ জন শিক্ষার্থী অংশ নেয়। এদের মধ্যে ২২৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জনসহ পাস করেছে শতভাগ। তন্মধ্যে এবারে ৫১ জন শিক্ষার্থী সরকারি মেডিক্যাল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে।
কলেজটির শিক্ষাদান বিষয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ আজাদ আবুল কালাম বলেন, এ শিক্ষাপ্রতিষ্ঠানটিতে সুশৃঙ্খল পরিবেশ, পাঠদানে শিক্ষকদের আন্তরিকতা এবং কঠোর তদারকির ফলে প্রতিবছর আশানুরূপ ফলাফল করছেন শিক্ষার্থীরা। মূলত শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় প্রতিবছর মেডিক্যাল ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ধারাবাহিক সফলতা ধরে রাখা সম্ভব হচ্ছে।
তিনি বলেন, এ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২০২৩ খ্রিষ্টাব্দে ৩৬ জন, ২০২২ খ্রিষ্টাব্দে ৩৯ জন, ২০২১ খ্রিষ্টাব্দে ৪০ জন, ২০১৯ খ্রিষ্টাব্দে ৩৬ জন ও ২০১৮ খ্রিষ্টাব্দে ৩৮ জন শিক্ষার্থী সরকারি মেডিক্যাল কলেজে ভর্তির সুযোগ পেয়েছিল।
এ ব্যাপারে নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ সিদ্দিকুল আলম সিদ্দিক মেডিক্যালে ভর্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানটি ফলাফলের সাফল্য ধরে রাখায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
তিনি বলেন, এ কারণে আজ সৈয়দপুর শিক্ষানগরী হিসেবে খ্যাতি অর্জন করেছে।