সোনার ট্রাক উপহার নিলেন এমপি রেজাউল - দৈনিকশিক্ষা

সোনার ট্রাক উপহার নিলেন এমপি রেজাউল

কুষ্টিয়া প্রতিনিধি |

এবার উপহার হিসেবে সোনার ট্রাক ব্যাজ নিলেন কুষ্টিয়া-১ আসনে নির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য রেজাউল হক চৌধুরী। মো. জনি নামে এক কর্মী রোববার দৌলতপুরে তাঁর বাসায় গিয়ে সোনার ট্রাক ব্যাজটি এমপির গায়ে থাকা সোয়েটারে গেঁথে দেন। আর এ ছবি তুলে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন অন্য এক সমর্থক।

এর আগে ২০১৪ খ্রিষ্টাব্দে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়লাভ করে রেজাউল হক চৌধুরী সোনার নৌকা উপহার নিয়ে সমালোচিত হয়েছিলেন। রোববার দৌলতপুরে এমপি রেজাউল হক চৌধুরীর বাসায় বেশ ঘটা করে সোনার ট্রাক ব্যাজ নিয়ে উপস্থিত হন হোগলবাড়িয়া ইউনিয়নের কর্মী মো. জনি আলী। এ সময় তার সঙ্গে ইউনিয়ন পর্যায়ের কিছু নেতা-কর্মী ছিলেন। জনি বলেন, ‘কোনো স্বার্থ হাসিল বা অন্য কোনো উদ্দেশ্যে নয়, শুধু ভালোবেসে ব্যক্তিগতভাবে সোনার ট্রাকটি তৈরি করে দিয়েছি। এটি কুষ্টিয়া জেলার বাইরে থেকে ২১ ক্যারেটের সোনা দিয়ে বানানো।’ তবে কী পরিমাণ টাকা ব্যয় হয়েছে কিংবা কোথা থেকে বানানো সে বিষয়ে তথ্য দিতে রাজি হননি তিনি। তিনি বলেন, ‘খেলায় জিতে অনেকে আনন্দ উপভোগ করেন। আমার এ সোনার ট্রাক দেওয়া তেমনই।’

এমপি রেজাউল হক চৌধুরী সোনার ট্রাক উপহার নেওয়ার কথা স্বীকার করে বলেন, ‘বাসায় অসংখ্য লোক ফুল, ডায়েরি ও অন্যান্য উপহার নিয়ে এসেছেন। তার মধ্যে ট্রাকটি ছিল। এটি সোনার কি না পরে বুঝতে পেরেছি। তবে যে ছেলেটি দিয়েছে তাকে আমি চিনিও না, জানিও না।’

এদিকে ট্রাক উপহারের ছবি ফেসবুকে পোস্ট করে পরে প্রত্যাহারও করেছেন মো. আকরাম হোসেন নামে ট্রাক প্রতীকের এক সমর্থক। পোস্ট কেন প্রত্যাহার করেছেন- জানতে চাইলে তিনি বলেন, ‘এলাকার লোকজনের কথায় পোস্টটি ডিলিট করেছি। তারা বলেছেন এসব পোস্ট না করাই ভালো।’ এর আগে দশম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয় লাভ করেন রেজাউল হক চৌধুরী। সে বিজয়ের পরও সোনার নৌকা উপহার পেয়েছিলেন। 

এইচএসসি পরীক্ষা ১ আগস্ট পর্যন্ত স্থগিত - dainik shiksha এইচএসসি পরীক্ষা ১ আগস্ট পর্যন্ত স্থগিত দাবি পূরণ হয়েছে, এখনও কীসের আন্দোলন: প্রধানমন্ত্রী - dainik shiksha দাবি পূরণ হয়েছে, এখনও কীসের আন্দোলন: প্রধানমন্ত্রী আহত শিক্ষার্থীদের খোঁজ-খবর নিলেন শিক্ষামন্ত্রী - dainik shiksha আহত শিক্ষার্থীদের খোঁজ-খবর নিলেন শিক্ষামন্ত্রী ইন্টারনেটের গতি বৃদ্ধি ও ফেসবুক নিয়ে বিটিআরসির নির্দেশনা - dainik shiksha ইন্টারনেটের গতি বৃদ্ধি ও ফেসবুক নিয়ে বিটিআরসির নির্দেশনা কলেজে ভর্তির সময় বাড়লো, ক্লাস শুরু ৬ আগস্ট - dainik shiksha কলেজে ভর্তির সময় বাড়লো, ক্লাস শুরু ৬ আগস্ট জাল সনদে শিক্ষকতা করা আরো ৭ জন চিহ্নিত - dainik shiksha জাল সনদে শিক্ষকতা করা আরো ৭ জন চিহ্নিত স্থগিত এইচএসসি পরীক্ষা ১১ আগস্টের পর - dainik shiksha স্থগিত এইচএসসি পরীক্ষা ১১ আগস্টের পর মেট্রোস্টেশনে সম্ভাব্য ক্ষতি ৫০০ কোটি টাকা - dainik shiksha মেট্রোস্টেশনে সম্ভাব্য ক্ষতি ৫০০ কোটি টাকা দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে please click here to view dainikshiksha website Execution time: 0.004148006439209