কংগ্রেসের সাবেক সভাপতি সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি শ্বাসতন্ত্রের সংক্রমণে ভুগছেন। তাকে রুটিন চেকআপের জন্য গতকাল বুধবার রাজধানী নয়াদিল্লির গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় বিরোধীদলীয় এ নেত্রীর সঙ্গে তার মেয়ে প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রা হাসপাতালে ছিলেন।
ভারতীয় বার্তা সংস্থা পিটিআইর বরাত দিয়ে আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
প্রতিবেদনে বলা হয়েছে, সোনিয়া গান্ধী শ্বাসতন্ত্রের সংক্রমণে ভুগছেন। গত মঙ্গলবার তিনি অসুস্থ হয়ে পড়েন। অসুস্থতার কারণে ভারত জোড়ো যাত্রা থেকে গত মঙ্গলবার সন্ধ্যায় দিল্লিতে ফিরে আসেন রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী।
এর আগে গত বছর ১২ জুন দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়েছিল সোনিয়া গান্ধীকে। সে সময় তিনি কোভিড-সংক্রান্ত জটিলতার জেরে হাসপাতালে ভর্তি হন। এরপর ১৮ জুন তাকে হাসপাতাল থেকে ছাড়া হয়। প্রবীণ কংগ্রেস নেত্রী গত বছর দুবার কোভিডে আক্রন্ত হয়েছিলেন।