সৌদি আরবের আল বাহাতে অবস্থিত বাদশা ফাহাদ স্কুলের শিক্ষার্থীরা ক্লাশ শুরুর আগে অনুষ্ঠিত সমাবেশ চীনা ভাষায় পরিচালনা করছে। দেশটিতে আগে এ ধরনের সমাবেশ নিষিদ্ধ ছিল।
সমাবেশের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যশে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যাচ্ছে শিক্ষার্থীরা চীনা ভাষায় কথা বলছে। অনেকে তাদের এ কাজের প্রশংসা করেছেন।
মূলত সৌদি আরবের শিক্ষা বিভাগ চীনা ভাষা সমৃদ্ধকরণ কর্মসূচি চালু করার প্রেক্ষিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের এ ভাষা শেখানোর উদ্যোগ নিয়েছে সৌদি আরবের শিক্ষা বিভাগ। এ ভাষা তারা সহজেই যেন শিখতে পারে এজন্য একজন শিক্ষক তাদের সহযোগিতা করছেন।
পবিত্র নগরী মক্কাতে প্রায় ২৮ হাজার শিক্ষার্থী চীনা ভাষা শেখার ওপর গুরুত্ব দিচ্ছেন। কারণে এক্ষেত্রে সৌদি আরবের একটি জাতীয় পরিকল্পনা রয়েছে।
চলতি বর্ষ থেকেই মাধ্যমিক স্তরের প্রাইভেট এবং পাবলিক স্কুলগুলোতে চীনা ভাষা শেখানোর প্রক্রিয়া চালু হয়েছে। ২৫৭টি স্কুলের ২৮ হাজার ৯০৩ জন শিক্ষার্থীকে এ ভাষা শেখানো হবে।
এ ভাষা শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তোলা হবে। যাতে তারা দলবন্ধ হয়ে অথবা নিজে থেকে নতুন কিছু শিখতে পারে।
সৌদি শিক্ষা কর্তৃপক্ষ চলতি মাসে একটি প্যাকেজ চালু করেছে, যেসব শিক্ষার্থী চীনা ভাষা শিখতে আগ্রহী তাদের এই প্যাকেজের অন্তর্ভূক্ত করা হবে। এটিকে মূলত সেচ্ছাসেবি কাজ হিসেবে ধরা হবে।