বাংলাদেশ স্কাউটস আয়োজিত দিনব্যাপী ‘স্পেশাল ইভেন্টস বিষয়ক জাতীয় ওয়ার্কশপ’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার জাতীয় স্কাউট ভবনের শামস হলে এ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ স্কাউটসের জাতীয় কমিশনার (স্পেশাল ইভেন্টস) ও মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান মো. ফসিউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত।
ওয়ার্কশপে কি-নোট উপস্থাপন করেন বাংলাদেশ স্কাউটসের স্পেশাল ইভেন্টস বিষয়ক জাতীয় কমিটির সদস্য সালাহউদ্দীন আহমেদ।
এ ওয়ার্কশপের বিভিন্ন সেশন পারিচালনা করেন বাংলাদেশ স্কাউটসের উপ-পরিচালক (স্পেশাল ইভেন্টস) এস এম জাহির-উল-আলম, পরিচালক (হিসাব) মুহাম্মদ আবু সালেক, জাতীয় কমিশনার (প্রোগাম) মোহাম্ম্দ আতিকুজ্জআমান, জাতীয় উপ-কমিশনার (স্পেশাল ইভেন্টস) মোহাম্মদ শাহরিয়ার রহমান এবং জাতীয় উপ-কমিশনার (স্পেশাল ইভেন্টস) এ কে এম টিপু সুলতান।
বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার ও দুর্নীতি দমন কমিশনের সাবেক কমিশনার ড. মো. মোজাম্মেল হক খান সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। বাংলাদেশ স্কাউটস এর কোষাধ্যক্ষ ও সাবেক সিনিয়র সচিব ড. মো. শাহ কামাল এবং বাংলাদেশ স্কাউটসের স্পেশাল ইভেন্টস বিষয়ক জাতীয় কমিটির সভাপতি ও বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সাবেক চেয়ারপার্সন মো. মফিজুল ইসলাম বিশেষ অতিথি ছিলেন।