নীলফামারীর সৈয়দপুরে স্থানীয় ওব্যাট স্কুলের নবম শ্রেণির ছাত্রী প্রিয়াংকা হত্যার বিচারের দাবিতে সহপাঠীরা মানববন্ধন করেছে। গতকাল বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ মানববন্ধন করা হয়। শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কে প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তব্য রাখেন ওব্যাট স্কুলের প্রধান শিক্ষিকা মোছা. তাবাসসুম আক্তার, সহপাঠী মোছা. নাদিয়া, মোছা. তানিয়া, বাবা মো. পাপ্পু, মা রুপা বেগম, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির নেতা রুহুল আলম মাস্টার, বিশিষ্টজন ওবায়দুর রহমান প্রমুখ।
জানা যায়, এনজিও পরিচালিত ওব্যাট স্কুলের নবম শ্রেণির ছাত্রী ছিল প্রিয়াংকা। প্রায় ৬ মাস আগে শহরের মিস্ত্রিপাড়া সেতু কারখানা সংলগ্ন এলাকার অধিবাসী বাদশা মিয়ার ছেলে মো. বিজয়ের সঙ্গে বিয়ে হয়। দাম্পত্য কলহের জেরে গত বছরের ২৭শে ডিসেম্বর প্রিয়াংকা আত্মহত্যা করে। এ আত্মহত্যার প্ররোচণা দেয়ার অভিযোগে ৩ জনকে অভিযুক্ত করে ২৮শে ডিসেম্বর সৈয়দপুর থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার এজাহারে স্বামী মো. বিজয়, দেবর মো. বাবু ও শাশুড়ি রূপালী বেগমকে অভিযুক্ত করা হয়। মামলা দায়েরের দিনই পুলিশ প্রিয়াংকার স্বামী মো. বিজয়কে গ্রেপ্তার করে জেলহাজতে প্রেরণ করে। অন্য আসামিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে ওব্যাট স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও সর্বস্তরের এই মানববন্ধন করে। এ ব্যাপারে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম জানান, মামলাটি পুলিশ গুরুত্ব সহকারে তদন্ত করছে।
মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে।