দৈনিকশিক্ষাডটকম ডেস্ক : মিড ডে মিলের রান্না হচ্ছে। সেই রান্নার জন্য যে কাঠ ব্যবহার করা হয়েছে, সেগুলো নাকি শিক্ষার্থীদের বসার জন্য দিয়েছিলেন সংশ্লিষ্ট আসনের বিধায়ক। আর সেই বেঞ্চ পুড়িয়েই ভারতের বিহারের একটি সরকারি স্কুলে রান্নার অভিযোগ উঠেছে। সেই রান্নার ছবি প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে শোরগোল। স্কুলটিতে সম্প্রতি শিক্ষার্থীদের বসার ও পড়াশোনার জন্য ডেস্ক এবং বেঞ্চ দান করেছিলেন বিহারের শাসক দল রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) এক বিধায়ক।
বেঞ্চ পোড়ানোর ঘটনাটি ঘটেছে বিহারের রাজধানী পাটনার বিহতা ব্লকে।। স্কুলে জ্বালানি কাঠ না থাকায় পড়ুয়াদের বেঞ্চের কাঠই রান্নার কাজে ব্যবহার করা হয়েছে বলে জানা গেছে। তড়িঘড়ি এই ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছে বিহারের শিক্ষা দফতর।
পাটনার জেলা শিক্ষা আধিকারিক অমিত কুমার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। পড়ুয়াদের ব্যবহৃত বেঞ্চই পোড়ানো হচ্ছিলো কিনা, তা খতিয়ে দেখা হবে। যদি এই ঘটনায় কেউ দোষী প্রমাণিত হন, তাঁর বা তাঁদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে। এই ঘটনার একটি ভিডিয়োও প্রকাশ্যে এসেছে।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিয়োতে দেখা গেছে, মিড ডে মিল রান্না করছেন এক মহিলা। বেঞ্চের কাঠগুলোকে ঠেলে ঠেলে মাটির উনুনের মধ্যে ঢোকাচ্ছেন। সেই উনুনে রান্না চলছে পড়ুয়াদের জন্য। এই ঘটনা নিয়ে ইতোমধ্যেই রাজনৈতিক চর্চা শুরু হয়ে গেছে। আরজেডি বিধায়ক ভাই বীরেন্দ্র জেলাশাসককে এবং জেলা শিক্ষা দফতরকে পদক্ষেপ নেয়অর আর্জি জানিয়েছেন। স্কুলটিতে সম্প্রতি পড়ুয়াদের বসার এবং পড়াশোনার জন্য ডেস্ক ও বেঞ্চ দান করেছিলেন তিনিই।