যশোরের মণিরামপুরে একটি বিদ্যালয়ের নিরাপত্তা কর্মীর বিরুদ্ধে বই চুরির অভিযোগ তুলেছেন ওই স্কুলের প্রধান শিক্ষক। বিষয়টি জানিয়ে মণিরামপুর থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। শনিবার মণিরামপুর উপজেলার গাবুখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিয়ার রহমান বাদি হয়ে এ অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১২ জানুয়ারি সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিদ্যালয়ের নিরাপত্তা কর্মী সাকিবুল হোসেন অফিস কক্ষ থেকে স্কুলের সরকারি নতুন ও পুরাতন বস্তাভর্তি বই থেকে ১৩৫টি বই চুরি করে নিয়ে যাওয়ার সময় হাতেনাতে ধরা পড়েন। এ সময় স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য ফারুক হোসেনসহ অন্যান্য সদস্যরা বইগুলো উদ্ধার করেন। কিন্তু অভিযুক্ত সাকিবুল হোসেনকে তার বাবার জিম্মায় ছেড়ে দেয়া হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিয়ার রহমান দৈনিক শিক্ষাডটকমকে জানান, বিষয়টি নিয়ে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যদের সঙ্গে পরামর্শ করে থানায় অভিযোগ করা হয়েছে।
এ বিষয়ে মন্তব্য জানতে স্কুলের অভিযুক্ত নিরাপত্তা কর্মী সাকিবুল হোসেনের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
অভিযোগ তদন্তকারী কর্মকর্তা মণিরামপুর থানার উপ-পরিদর্শক মাসুম বিল্লাহ দৈনিক শিক্ষাডটকমকে বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।