পিরোজপুরের কাউখালী উপজেলার উত্তর নীলতী সমতট মাধ্যমিক বিদ্যালয়ের জমি জোর করে দখল করতে একই এলাকার মো. আতাউর রহমান বাচ্চু তালুকদার ও তার সহযোগী খোকন মোল্লা চেষ্টা চালাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। তারা ওই জমি নিজেদের দাবি করে স্কুলের দেয়া সীমানা বেড়া ভেঙে ফেলেছেন। এর আগেও তারা স্কুলের ওই জমি দখলে নেয়ার জন্য কয়েকবার চেষ্টা করেছেন বলে অভিযোগ স্কুল কর্তৃপক্ষের।
স্কুল কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, ১৯৬৯ খ্রিষ্টাব্দে স্থানীয় শাহাবুদ্দিন তালুকদার ও হরেকৃষ্ণ ঘোষ স্কুলটি প্রতিষ্ঠার জন্য জমি দান করেন। সেই সময় স্কুলের পেছনের জায়গাতে বিভিন্ন বনজ ও ফলজ গাছ রোপন করা হয়। দীর্ঘ ৫৩ বছর পর ওই জায়গাটি নিজের বলে দাবি করে তা দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছেন আতাউর রহমান বাচ্চু তালুকদার ও তার সহযোগী খোকন মোল্লা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান অভিযোগ করে দৈনিক শিক্ষাডটকমকে বলেন, আতাউর রহমান বাচ্চু তালুকদার স্কুলের জমি নিজেদের দাবি করে ওই জায়গাটি দখলের জন্য স্থানীয় খোকন মোল্লাকে সঙ্গে নিয়ে সীমানা বেড়া ভেঙে ফেলেছে। এর আগেও তারা ওই বেড়াটি কয়েকবার ভেঙে ফেলে। এছাড়াও এরা বিভিন্ন সময়ে স্কুলের ক্ষতি করার চেষ্টা করেছে। স্কুলের সীমানা বেড়া ভাঙার বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার ও থানার ওসি সাহেবকে আমি জানিয়েছি।
অভিযুক্ত আতাউর রহমান বাচ্চু তালুকদার ও খোকন মোল্লা দৈনিক শিক্ষাডটকমকে বলেন, স্কুলের দখলে থাকা ওই জায়গাটি আতাউর রহমান বাচ্চু তালুকদারের। জমিটি তার নামে রেকর্ড হয়েছে। ওই জায়গায় দিয়ে লোকজন চলাচল করে থাকে। স্কুল কর্তপক্ষ সেই জায়গায়টি জোর করে দখল করে সেখানে বেড়া দিয়ে লোকজনের চলাচলের পথটি বন্ধ করে দেয়। তাই বেড়াটি ভেঙে ফেলা হয়েছে।