ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় অরুয়াইল বহুমুখী উচ্চ বিদ্যালয়ে অনিয়মের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক কর্তৃক প্রতিবেদন দাখিলের দীর্ঘ ৪ বছর পর ১৬ অক্টোবর প্রধান শিক্ষক শেখ সাদী ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতিকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর।
জেলা প্রশাসক কর্তৃক প্রেরিত তদন্ত প্রতিবেদন অনুযায়ী অভিযোগকারীরা ২৫-৩০ বছর যাবত দোকান দখলদার ও ভোগকারী হওয়া সত্ত্বেও নোটিশের মাধ্যমে দোকান বরাদ্দ বাতিল এবং দোকানগুলোর অনুকূলে নতুন বরাদ্দপ্রাপ্ত গ্রাহকের কাছ থেকে অর্থগ্রহণ করা ন্যায়সম্মত না হওয়া, বিদ্যালয়ের মার্কেটসংলগ্ন একাডেমিক ভবন নির্মাণের নামে লাখ লাখ টাকা আত্মসাৎ করেন। অভিযুক্তরা হলেন-অরুয়াইল বহুমুখী উচ্চ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির তৎকালীন সভাপতি কুতুবউদ্দিন ভূইয়া ও প্রধান শিক্ষক শেখ সাদি। এরমধ্যে কুতুবউদ্দিন ভূইয়া মারা গেছেন।
এই বিষয়ে অরুয়াইল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হামিদুল হক বলেন, আমি একটি চিঠি পেয়েছি। কিন্তু এসব অভিযোগ আমার সময়ের নয়। আমি দায়িত্ব নিয়েছি মাত্র কয়েক মাস হলো।
অভিযুক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ সাদি বলেন, কারণ দর্শানোর চিঠি পেয়েছি এটা আমাদের বিষয়। আমরা জবাব দেব। আপনাদেরকে কে বলেছে।