স্কুলে নামাজে নিষেধাজ্ঞায় বিভক্ত ব্রিটিশ শিক্ষাবিদরা - দৈনিকশিক্ষা

স্কুলে নামাজে নিষেধাজ্ঞায় বিভক্ত ব্রিটিশ শিক্ষাবিদরা

দৈনিক শিক্ষাডটকম ডেস্ক |

দৈনিক শিক্ষাডটকম ডেস্ক : লন্ডনের অন্যতম সেরা একটি স্কুলে নামাজ পড়ার উপর নিষেধাজ্ঞা বহাল রেখে দেয়া হাইকোর্টের রায়ে ব্রিটিশ শিক্ষাবিদদের একটি অংশ উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের আশঙ্কা, এই রায়ের কারণে আরও স্কুল সম্মিলিতভাবে নামাজ নিষিদ্ধের পথে হাঁটতে পারে। 

সম্প্রতি দেশটির একটি আদালত উত্তর-পশ্চিম লন্ডনের ব্রেন্টের মিকেলা কমিউনিটি স্কুলে নামাজ নিষিদ্ধের মতামত দেয়। ওই মতামতের বিরুদ্ধে একজন মুসলিম ছাত্রী হাইকোর্টে আপিল করেন। আরজিতে তিনি বলেন, এই নিষেধাজ্ঞা বৈষম্যমূলক এবং তার ধর্মীয় স্বাধীনতার অধিকার লঙ্ঘন করেছে। কিন্তু, কোর্ট তার আপিল খারিজ করে দেয়।

এরপর দেশটিতে মুসলমানদের সংগঠন মুসলিম কাউন্সিল অফ ব্রিটেন প্রথমবারের মতো মিকেলা স্কুলকে এই নিষেধাজ্ঞা পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে। এমন নিষেধাজ্ঞা ব্রিটেনে ধর্মীয় স্বাধীনতা ও ভবিষ্যতে স্কুলগুলোতে সবার অন্তর্ভুক্তির ক্ষেত্রে একটি বিপজ্জনক নজির স্থাপন করেছে বলে সতর্ক করেছে তারা। 

বিষয়টি নিয়ে বেশ কয়েকজন শিক্ষাবিদের সঙ্গে কথা বলে লন্ডনের খ্যাতনামা পত্রিকা দ্যা গার্ডিয়ান।  

বার্মিংহাম ইউনিভার্সিটির শিক্ষাগত নেতৃত্বের অধ্যাপক কলিন ডায়মন্ড তার প্রতিক্রিয়ায় জানান, ইংল্যান্ড এখন একটি নীতিগত বিশৃংখলার মাঝে রয়েছে এবং এ নিয়ে বেশ চিন্তাভাবনার অবকাশ আছে। তিনি শিক্ষা বিভাগে এমনটি আশা করেননি।

তিনি বলেন, এই রায় আমাদের বিস্মিত করেছে। কারণ ইংল্যান্ডে ধর্মনিরপেক্ষ স্কুল বলে কিছু নেই। সরকারি স্কুলগুলোতে এখনও আইনগতভাবে দৈনিক সামষ্টিক উপাসনার বাধ্যবাধকতা রয়েছে, যা মূলত খ্রিষ্টীয় উপাসনা।

লন্ডনের কুইন মেরি বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি ও আইন বিভাগের রিডার প্রকাশ শাহ বলেন, আদালতের এই রায় অন্যান্য স্কুলকে অনুরূপ নিষেধাজ্ঞা প্রবর্তন করতে উৎসাহিত করতে পারে। 

তবে কনফেডারেশন অফ স্কুল ট্রাস্টের প্রধান নির্বাহী লিওরা ক্রডাস এ বিষয়ে দ্বিমত পোষণ করে বলেন, এই রায়টি কিছু সুনির্দিষ্ট পরিস্থিতির উপর ভিত্তি করে দেয়া যা স্কুলের বিদ্যমান নীতি, পরিবেশ ও কমিউনিটির সঙ্গে সম্পৃক্ত। তাই অন্যান্য স্কুলগুলোর পরিস্থিতির সঙ্গে এর তুলনা করা খুব কঠিন।

চার্চ অব ইংল্যান্ডের প্রধান শিক্ষা অফিসার নাইজেল জেন্ডারস বলেন, আমরা মনে করি না যে, এই রায় ধর্ম বা বিশ্বাসের স্বাধীনতার নীতি পরিপন্থি।

যদিও বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সমাজতত্ত্বের অধ্যাপক রেজা গোলামি বলেন, নামাজে নিষেধাজ্ঞা শিক্ষা নীতিনির্ধারক ও নেতাদের রাজনৈতিক প্যাটার্নের অংশ, যা মুসলমান শিক্ষার্থীদের ‘বিচ্ছিন্নতাবাদী’ বলে মনে করাতে সহায়ক হতে পারে।  উদার গণতন্ত্রের মূল প্রতিষ্ঠান হিসাবে স্কুলগুলোতে প্রতিনিধিত্বকারী সম্প্রদায়গুলোর সাথে আলোচনায় বসা উচিত।

পিকনিকের বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আইইউটির ৩ ছাত্রের মৃত্যু - dainik shiksha পিকনিকের বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আইইউটির ৩ ছাত্রের মৃত্যু অনার্স কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শ্রেণি বাদ দেয়া উচিত - dainik shiksha অনার্স কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শ্রেণি বাদ দেয়া উচিত ভিকারুননিসা নূন স্কুলে ১ম থেকে ৯ম শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি - dainik shiksha ভিকারুননিসা নূন স্কুলে ১ম থেকে ৯ম শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি প্রাথমিকে ২০ হাজার শিক্ষকের পদ সৃষ্টি হচ্ছে - dainik shiksha প্রাথমিকে ২০ হাজার শিক্ষকের পদ সৃষ্টি হচ্ছে স্কুল শিক্ষাকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত বর্ধিত করা উচিত - dainik shiksha স্কুল শিক্ষাকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত বর্ধিত করা উচিত নতুন পাঠ্য বইয়ে থাকছে শহীদ আবু সাঈদ ও মুগ্ধের বীরত্বগাথার গল্প - dainik shiksha নতুন পাঠ্য বইয়ে থাকছে শহীদ আবু সাঈদ ও মুগ্ধের বীরত্বগাথার গল্প শিক্ষাক্ষেত্রে আমরা পিছিয়ে আছি - dainik shiksha শিক্ষাক্ষেত্রে আমরা পিছিয়ে আছি ইএফটিতে বেতন দিতে এমপিও আবেদনের সময় এগোলো - dainik shiksha ইএফটিতে বেতন দিতে এমপিও আবেদনের সময় এগোলো কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক - dainik shiksha কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ে পঞ্চম পর্যায়ের ভর্তি আজকের মধ্যে - dainik shiksha গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ে পঞ্চম পর্যায়ের ভর্তি আজকের মধ্যে please click here to view dainikshiksha website Execution time: 0.0039041042327881