স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠার প্রস্তাব করেছেন নওগাঁর জেলা প্রশাসক খালিদ মেহেদী। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের কাজের চাপ বেশি হওয়ায় তা বাস্তবায়নে সমস্য হচ্ছে উল্লেখ করে তিনি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের জন্য আলাদা অধিদপ্তর প্রতিষ্ঠার প্রস্তাব করেছেন। তিনি মনে করছেন, পৃথক অধিদপ্তর হলে সেবা দেয়া ও মাঠ পার্যায়ের কার্যক্রম মনিটরিং সহজ হবে।
আসন্ন ডিসি সম্মেলন সামনে রেখে মন্ত্রিপরিষদ বিভাগের মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে এসব প্রস্তাব দেয়া হয়। প্রস্তাবটি নিয়ে আগামী ২৪ জানুয়ারি বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে ডিসিদের সেশনে আলোচনা হবে। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এতে উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
তিন দিনের জেলা প্রশাসক সম্মেলন ২৪ জানুয়ারি শুরু হয়ে ২৬ জানুয়ারি শেষ হবে। এ সম্মেলনকে কেন্দ্র করে ৬৪ জেলার ডিসির কাছে প্রয়োজনীয় প্রস্তাব আহ্বান করেছিলো মন্ত্রিপরিষদ বিভাগ। তাদের কাছ থেকে আসা সেসব প্রস্তাব এরই মধ্যে যাচাই-বাছাইও সম্পন্ন হয়েছে। এ নিয়ে সংশ্নিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়।
নওগাঁর জেলা প্রশাসক খালিদ মেহেদী একটি স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠা করার প্রস্তাব করে বলেছেন, বর্তমানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব কার্যক্রম, পাঠদান, পরীক্ষা, জনবল ব্যবস্থাপনা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে সম্পাদিত হয়। এতে অধিদপ্তরের কাজের পরিমাণ অনেক বেশি হওয়ায় তা বাস্তবায়নে সমস্যা হয়। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক দুটি পর্যায়ের জন্য পৃথক অধিদপ্তর হলে সেবা প্রদান ও মাঠ পর্যায়ে কার্যক্রম মনিটরিং সহজ হবে।
এর আগে সরকারি ও বেসরকারি পর্যায়ের শিক্ষকরা একাধিকবার মাধ্যমিক পর্যায়ে স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের দাবি জানিয়েছেন। জাতীয় শিক্ষা নীতিতেও স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের কথা বলা আছে।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।